পবিত্র রমজান মাস উপলক্ষে মাদানী মজলিস বাংলাদেশ-এর উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চলছে। শায়খ মুফতী হাফীজুদ্দীন দা. বা. -এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এরই ধারাবাহিকতায় ১৭ মার্চ, সোমবার, রাজধানীর বিভিন্ন স্থানে চলাচলকারী রোজাদার শ্রমিক, যাত্রী ও পথচারীদের মাঝে দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ করা হয়। এর আগে ১৬ মার্চ, রবিবার, প্রথম দিনের মতো মালিবাগ শহীদি মসজিদ এবং রামপুরা ওয়াপদা রোড এলাকায় প্রায় চার শতাধিক ইফতার প্যাকেট বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাদানী মজলিস বাংলাদেশ-এর দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, যার মধ্যে ছিলেন মাওলানা নাজমুল হাসান, মাওলানা হানযালা, মাওলানা জামীল ইকবাল, মাওলানা যায়েদ আব্দুল্লাহ, দ্বীনি ভাই জনাব আব্দুল্লাহ রাজিব, জনাব নাহিদুল ইসলাম এবং ক্ষুদে স্বেচ্ছাসেবক হাফেজ মিকদাদ বিন হাফীজুদ্দীন।
শায়খ মুফতী হাফীজুদ্দীন দা. বা. জানিয়েছেন, এই উদ্যোগ সাময়িক নয় বরং সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব তৈরি করতে এটি ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি এ বিষয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন।
এমএম/