শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

'ইমাম-খতিব ও আলেম ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি'


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতীব ও ওলামায়ে কেরামদের ভূমিকা শীর্ষক কনফারেন্সে বক্তারা বলেন, 
মসজিদের ইমাম-খতিব ও আলেম ওলামারাই বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতিব ও ওলামায়ে কেরামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা মসজিদের মিম্বার ও মাদরাসার ক্লাস থেকে কোরআন-সুন্নাহর আলোকে মানুষকে ন্যায়পরায়ণতা, সততা, দায়িত্বশীলতা এবং পারস্পরিক অধিকার আদায়ের শিক্ষা দিতে পারেন।
সমাজে অন্যায়, দুর্নীতি, মিথ্যা ও বৈষম্যের বিরুদ্ধে মানুষকে সচেতন করা এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়া তাদের অন্যতম দায়িত্ব। এজন্য আলেম সমাজকে নিজেদের জ্ঞান, আমল ও চরিত্রে আদর্শ স্থাপন করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসে।

গতকাল ২৮ আগষ্ট বৃহস্পতিবার জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ চট্টগ্রাম ভূজপুর থানা কতৃক আয়োজিত কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের সভাপতি মুফতি আবু তাহের আল মাদানী।

মাওলানা ক্বারি আবু সাঈদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কনফারেন্স আরো বক্তব্য রাখেন, জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ প্রশিক্ষণ সম্পাদক আল্লামা জুনায়েদ বিন জালাল, জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মাওলানা গাজী আলাউদ্দিন আল হাবীব, মাওলানা মুফতি নোমান, সাংবাদিক মাওলানা আজগর সালেহী, মাওলানা এরশাদ বিন জালাল, মাওলানা ইমাম উদ্দিন আজিজী, মাওলানা এম. নিজাম উদ্দিন প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ