শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

যুবকদের মাধ্যমেই যুগে যুগে বিপ্লব সাধিত হয় বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি বলেন, এ দেশের যুবসমাজ ইসলামী আদর্শে অনুপ্রাণিত।

বুধবার ( ৯ নভেম্বর ) রাতে হবিগঞ্জের মাধবপুর রাজনগর ঐতিহাসিক ইসলামি যুব কাফেলা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন। 

মাধবপুর উলামা পরিষদের প্রধান মুফতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে মাওলানা জুনাইদ আল হাবিব আরো বলেন, যুবসমাজ যেখানে সচেতন সেখানে সত্যের কেতন ওড়ে। 

তিনি ঘোষণা করেন, আগামীর বাংলাদেশ হবে  ইসলামের বাংলাদেশ।  আগামীর বাংলাদেশ 
ইসলামী যুব সমাজের বাংলাদেশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা মেরাজুল হক মাজহারী, মাওলানা শুয়াইব আহমদ আশরাফী, মাওলানা শেখ আহমদ আফজাল বর্নভী, মাওলানা আনোয়ার হোসেন রাজী, মাওলানা সাইফুল্লাহ আনসারী।

সবশেষে তুলাপাড়ার পীর মাওলানা আব্দুর রহমান দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ