শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তিতে আল্লামা আরশাদ মাদানীর বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী আবদুল কাদের মাহমুদ কাসেমী

স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তিতে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও জমিয়াত উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী বলেছেন, হিন্দু-মুসলমান নির্বিশেষে সমগ্র ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। ধর্ম, বর্ণ, গোষ্ঠী কিংবা ভাষার বিভাজন তখন ছিল না; সবার লক্ষ্য ছিল একটিই— দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। আর এ ঐক্যের শক্তিই এনে দিয়েছিল স্বাধীনতার অমূল্য উপহার।

আজ রোববার বিকেল ৩টায় এক্স (টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

আল্লামা মাদানী বলেন, স্বাধীনতার সাত দশক অতিক্রম করার পরও ভারত এক ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছে। সমাজে ক্রমেই বাড়ছে বিভাজন, বৈরিতা ও ঘৃণার বিষ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লিখেন—
“কোনো জাতি ঘৃণার ভিত্তির ওপর টিকে থাকতে পারে না। একটি রাষ্ট্র বা জাতির প্রকৃত শক্তি নিহিত থাকে ভালোবাসা, ভ্রাতৃত্ব, মানবিকতা ও সহমর্মিতায়। এখনো যদি ঘৃণার বিষ নির্মূল করা না হয়, তবে এই দেশ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না।”

জমিয়াত উলামায়ে হিন্দের সভাপতি আরও বলেন, “আমরা পাহাড়সম দৃঢ়তায় এই নীতির ওপর অটল আছি— যতদিন জাতির অন্তরে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক ভালোবাসা টিকে থাকবে, ততদিন দেশ এগিয়ে যাবে। কিন্তু যদি বৈষম্য ও ঘৃণা দূর না করা হয়, তবে দেশের জন্য ধ্বংস অনিবার্য হয়ে উঠবে।”

শিক্ষার্থী: দারুল উলুম দেওবন্দ, ইউ.পি. ইন্ডিয়া

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ