শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

হারামাইনের কর্মীদের জন্য পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মক্কার পবিত্র মসজিদে হারাম এবং মদিনার পবিত্র মসজিদে নববীতে কর্মরতদের জন্য পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুই মসজিদের বিভিন্ন পরিষেবার মান বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা সৃষ্টির লক্ষে কর্মীদের কর্মক্ষমতা বাড়ানোর উদ্যোগ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

হারামাইন পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আস-সুদাইস পবিত্র দুই মসজিদের কর্মীদের জন্য শ্রেষ্ঠত্ব এবং সৃজনশীলতা পুরস্কার চালুর ঘোষণা দিয়ে বলেন, এটা নারী ও পুরুষ, দেশি-বিদেশি সব কর্মীদের জন্য প্রযোজ্য।

প্রশাসনিক দক্ষতা বাড়ানো, কর্মীদের উদ্ভাবনী শক্তির বিকাশ, উন্নত পরিষেবা প্রদান এবং প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্ব জোরদার করার জন্য এই পুরস্কার ব্যাপক ভূমিকা রাখবে।

পুরস্কার বাছাই কমিটির সঙ্গে এক বৈঠকে শায়খ সুদাইস বলেন, পুরস্কার ঘোষণার ফলে লাখ লাখ হজ ও উমরাযাত্রী এবং দর্শনার্থীদের সেবা দেওয়ার ক্ষেত্রে পেশাদারিত্ব মনোভাব বাড়বে। আর যেকোনো পরিষেবার মান উন্নত করার ক্ষেত্রে পুরস্কার প্রদান কর্মীদের মনোবল বাড়ায়।

পুরস্কার প্রদানের ক্ষেত্রে নারী ও পুরুষদের ভিন্নভাবে মূল্যায়ন করা হবে। নিজ নিজ ইউনিট প্রধানরা কর্মীদের বিষয়ে তথ্য দেবেন। সেই সঙ্গে পুরস্কার বাছাই কমিটি তাদের নিজস্ব সোর্সে তথ্য নিয়ে নির্বাচিতদের বাছাই করবেন। দলভিত্তিক উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য প্রশাসনিক ইউনিটগুলোকেও প্রতিযোগিতামূলক পুরস্কারের আওতায় অন্তর্ভুক্ত করা হবে।

সভায় বিদেশি এবং অভিজ্ঞ কর্মীদের দক্ষতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। হারামাইন পরিচালনা পরিষদের দেওয়া পরিষেবাগুলোকে আরও বিস্তৃত করার পাশাপাশি পরিষেবার বিভিন্ন কাজে অলাভজনক সংস্থাগুলোর অংশীদারিত্বের বিষয়টিও খতিয়ে দেখার কথা বলা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ