শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


সৌদির সাবেক গ্র্যান্ড মুফতির নামে রিয়াদে সড়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের সদ্য মারা যাওয়া গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আলে শায়েখের স্মরণে দেশটির রাজধানী রিয়াদের একটি প্রধান সড়কের নামকরণ করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

নির্দেশনায় বলা হয়েছে, শায়খ  আবদুল আজিজ আলে শায়েখ তার দীর্ঘ কর্মজীবনে ইসলামি জ্ঞানচর্চা, শিক্ষাদান এবং ফতোয়া প্রদানের মাধ্যমে শুধু সৌদি আরব নয়, পুরো মুসলিম বিশ্বেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এ নামকরণ তার বিদগ্ধতা ও অবদানের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি।

১৯৯৯ সালের জুনে শায়খ আবদুল আজিজ গ্র্যান্ড মুফতির দায়িত্ব পান। টানা ২৬ বছর তিনি দেশের সর্বোচ্চ ধর্মীয় পদে থেকে শরিয়াহ আইন ব্যাখ্যা ও সামাজিক–আইনি নানা বিষয়ে ফতোয়া প্রদান করেন।

তার সময়ে ঐতিহ্যবাহী ইসলামি জ্ঞানচর্চা আধুনিক রাষ্ট্রীয় চাহিদার সঙ্গে সমন্বিত হয়। আর্থিক ও আইনি নতুন নতুন বিষয়ে শরিয়াহ ভিত্তিক দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

গ্র্যান্ড মুফতির দায়িত্ব ছাড়াও তিনি সৌদি আরবের সিনিয়র ওলামা পরিষদের চেয়ারম্যান, ফতোয়া বোর্ডের সভাপতি এবং ওয়ার্ল্ড মুসলিম লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত ২৩ সেপ্টেম্বর তার মৃত্যুতে সৌদি ধর্মীয় অঙ্গনে একটি অধ্যায়ের অবসান ঘটেছে বলে বিবেচনা করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ