শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায় এই দেশ সব ধর্মের মানুষের: ধর্ম উপদেষ্টা ৪ ডিগ্রিতে নামতে পারে দেশের তাপমাত্রা

কাতারি প্রতিনিধিদলের সঙ্গে মিয়ানমার জান্তা মন্ত্রীদের জ্বালানি ও খনন বিষয়ে বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

মিয়ানমারের সামরিক সরকার যখন তাদের ভেঙে পড়া জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আনতে চেষ্টা করছে, তখন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ আল আত্তিয়া-এর নেতৃত্বাধীন কাতারি প্রতিনিধিদল মঙ্গলবার নেপিদোতে জান্তা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে জ্বালানি ও খনিজ আহরণে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদল জান্তার পররাষ্ট্রমন্ত্রী থান শোয়ে এবং প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সংরক্ষণ মন্ত্রী খিন মং ই-এর সঙ্গে আলাদা বৈঠক করে। জান্তার বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় কাতারি কোম্পানিগুলোর জন্য মিয়ানমারের জ্বালানি ও খনন খাতে বিনিয়োগের সুযোগ এবং উত্তোলন খাতে বিস্তৃত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

কাতার, যেটি বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদের মালিক এবং প্রধান তেল উৎপাদনকারী দেশ, শাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-র সদস্য—যেখানে যোগ দিতে মিয়ানমার জান্তা আগ্রহী। এ সফরের আগে, আগস্টের শেষ দিকে চীনে SCO সম্মেলনে জান্তা প্রধান মিন অং হ্লাইং অংশ নেন এবং তেল-গ্যাসসহ অন্যান্য জ্বালানি প্রকল্পে সদস্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

জ্বালানি মন্ত্রী কো কো লুইন এবং বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়ন কমিশনের চেয়ারম্যান টিন অং সান সম্প্রতি স্বীকার করেছেন যে মিয়ানমারের তেল ও গ্যাস উৎপাদন তীব্রভাবে হ্রাস পেয়েছে। তারা উৎপাদন বাড়াতে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। কো কো লুইন কাতারের প্রতিবেশী **সংযুক্ত আরব আমিরাত (UAE)**কেও সমুদ্রতীরবর্তী বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন।

কাতারি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার কোনো বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে বৈঠকটি হয়েছে এমন সময়ে যখন পশ্চিমা নিষেধাজ্ঞা ও শক্ত মুদ্রার মজুদ কমে যাওয়ার কারণে জান্তা মারাত্মক আর্থিক চাপে রয়েছে।

জান্তা এখন তেল-গ্যাস রপ্তানি থেকে আয় বাড়াতে এবং দেশের ভেতরে লোহা ও ইস্পাত উৎপাদন সম্প্রসারণ করতে চাইছে, যাতে আমদানিতে ডলার ব্যয় কমানো যায়।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মুখে পড়ে জান্তা ইতোমধ্যে ইরান, সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ২০২৪ সালে পররাষ্ট্রমন্ত্রী থান শোয়ে ইরান ও উগান্ডা সফরের সময় তার কাতারি সমকক্ষ সুলতান বিন সাদ আল-মুরাইখি-র সঙ্গে বৈঠক করেছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ