বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


মামদানিকে অভিনন্দন জানালেন বারাক ওবামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বিজয়ী সকল ডেমোক্র্যাট প্রার্থীকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক মুহূর্তের মধ্যে ওবামা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি জানিয়েছে।

ওবামা লিখেছেন,

"এটি মনে করিয়ে দেয় যে আমরা যখন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে শক্তিশালী, ভবিষ্যতমুখী নেতৃত্বের পাশে একত্রিত হই, তখন আমরা জয়লাভ করতে পারি।"

তিনি আরও যোগ করেছেন,

"এখনো আমাদের অনেক কাজ বাকি, কিন্তু ভবিষ্যৎ এখন একটু উজ্জ্বল দেখাচ্ছে।"

এর আগে, ১ নভেম্বর মামদানিকে ফোন করে নির্বাচনে জিতলে পরামর্শক হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন বারাক ওবামা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ