শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


যুদ্ধবাজ ইসরাইলকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কড়া হুঁশিয়ারি ‘

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল-মাদানী বলেছেন, ইসরাইল যদি গাজা উপত্যকায় ফের যুদ্ধ শুরু বরে তাহলে ইয়েমেনি বাহিনী আবারো সশস্ত্র সংঘাতে ফিরবে এবং সামরিক অভিযান পুনরায় শুরু করবে। খবর প্রেস টিভির। 

রোববার (৯ নভ্ম্বের) হামাসের সামরিক শাখার যোদ্ধাদের উদ্দেশে পাঠানো ওই বার্তায় আরও বলেন,  ‘যদি শত্রুরা গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে, আমরা ফের যুদ্ধক্ষেত্রে ফিরব।’

মাদানী আরও জোর দিয়ে বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব এবং যেকোনো মূল্যে তোমাদের সঙ্গে থাকব।’

এর আগে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল-হুথি বলেন, ‘প্রতিরোধ বাহিনী ইসরাইলের বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

এক টেলিভিশন ভাষণে হুথি বলেন, ইয়েমেনিরা ‘পূর্বের সংঘর্ষ  থেকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং নিঃসংকোচে শত্রুর সঙ্গে নতুন রাউন্ডের মুখোমুখি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে’।

তিনি জোর দিয়ে বলেন, ‘আগামী সংঘর্ষের প্রস্তুতির ভিত্তি ধরে রেখে কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে এবং শত্রু ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে।’

অক্টোবর ২০২৩ থেকে গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে তেল আবিব ও তার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ