শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ।। ৩১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ সফর ১৪৪৭

শিরোনাম :
ভোলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে কোনো নির্বাচন হবে না’ ‘ইসলামপন্থীরা জুলাই অভ্যুত্থানে শুধু অংশ নেননি, তারা এর চিন্তাও নির্মাণ করেছেন’ ‘কওমি তরুণরা নানা অহেতুক কাজে জীবন খোয়াচ্ছেন’ ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু দুদক সংস্কারে আইন প্রণয়ন ১-২ মাসের মধ্যে: আসিফ নজরুল দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক উদযাপন কাল, প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ভাঙ্গা পৌর শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে: খেলাফত মজলিস

কয়েকজন হাজির মন ছুঁয়ে যাওয়া হজ-অভিজ্ঞতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। ইতোমধ্যে বেশির ভাগ হাজি দেশে চলে এসেছেন। এবারের হজের অভিজ্ঞতা, অনুভূতি ও বাস্তব সমস্যার কথা জানতে সদ্য ফেরত কয়েকজন হাজির মুখোমুখি হয়েছেন আওয়ার ইসলামের সহ-সম্পাদক নাজমুল হাসান

‘এই হজ আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন’
চট্টগ্রামের হাজি মাওলানা রুহুল আমিন আওয়ার ইসলামকে বলেন, ‘আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যে কান্না করেছি, মনে হচ্ছিল আল্লাহ খুব কাছে। আমি আগেও হজ করেছি। এতটা তৃপ্তি, এতটা প্রশান্তি আগে কখনো পাইনি। এবারের হজ 

‘নারীদের জন্য নিরাপত্তা ছিল সন্তোষজনক’
ঢাকার নারী হাজি শায়খা ফারজানা বেগম আওয়ার ইসলামকে বলেন, ‘হজে অংশ নিয়ে আমি নতুন করে আল্লাহর প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের শিক্ষা পেয়েছি। নারীদের নিরাপত্তা ও গাইডেন্স যথেষ্ট ভালো ছিল। এ হজ আমার জীবনের পথপরিক্রমা বদলে দিয়েছে।’

‘প্রথম হজ, অভিজ্ঞতা ছিল ব্যতিক্রম’
মৌলভীবাজারের হাজি হাফেজ সাইফুল ইসলাম আওয়ার ইসলামকে বলেন, ‘জীবনের প্রথম হজ করেছি। শুরুতে কিছুটা বিভ্রান্তি থাকলেও পরে তা কেটে যায়। সৌদি প্রশাসনের কিছু নিয়ম মানতে অসুবিধা হলেও সব আনুষ্ঠানিকতা সফলভাবে শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’

এই হাজি আরও বলেন, ‘বাংলাদেশি হজ মিশন অনেক জায়গায় সহায়তা করেছে। এবং আওয়ার ইসলাম চাইলে নতুন হাজিদের জন্য হজ গাইডলাইন বা ভিডিও সিরিজ তৈরি করতে পারে।’

‘এই হজ অন্তরের পবিত্রতা এনে দিয়েছে’
বরিশালের হাজি মাওলানা আজিজুল হক ৬৫ বছর বয়সে প্রথম হজ পালন করেছেন। আওয়ার ইসলামকে তিনি বলেন, ‘মিনার ত্যাগ, আরাফার কান্না, কাবার তাওয়াফ—সবকিছু যেন আমার অন্তরকে নতুন করে গড়েছে। কষ্ট ছিল, তবে আত্মা শান্তিতে ভরে গেছে।’

অন্যান্য বছরের তুলনায় এবারের হজ ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল। এতে হাজিরা যেমন পেয়েছেন আল্লাহর ঘরের পবিত্র পরিবেশে আত্মিক প্রশান্তি, তেমনি কিছু বাস্তব চ্যালেঞ্জও তাদের সামনে এসেছে। যা আগামী দিনের জন্য শিক্ষা হয়ে থাকবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ