রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিম ব্যবহারে নতুন নীতিমালা: ৪ দিন পরেই বাতিল অতিরিক্ত সিমকার্ড বরিশালে নতুন ব্যাচের নূরানী মু'আল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু ১০ নভেম্বর ভালোদের তুলে না আনলে অযোগ্যরা ওয়াজের মাঠ দখল করবেই জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের বাইরে না যাওয়ার আহ্বান সালাহউদ্দিনের নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ : ফাওজুল কবির ইসলামিক রিসার্চ প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান জোটবদ্ধ হয়েও দলীয় প্রতীকে ভোটে আপত্তি বিএনপির, ইসিতে চিঠি দেশব্যাপী বিক্ষোভ মিছিল সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের মেট্রোরেলের বিয়ারিং প্যাডে নিহতের পরিচয় মিলেছে

কয়েকজন হাজির মন ছুঁয়ে যাওয়া হজ-অভিজ্ঞতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। ইতোমধ্যে বেশির ভাগ হাজি দেশে চলে এসেছেন। এবারের হজের অভিজ্ঞতা, অনুভূতি ও বাস্তব সমস্যার কথা জানতে সদ্য ফেরত কয়েকজন হাজির মুখোমুখি হয়েছেন আওয়ার ইসলামের সহ-সম্পাদক নাজমুল হাসান

‘এই হজ আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন’
চট্টগ্রামের হাজি মাওলানা রুহুল আমিন আওয়ার ইসলামকে বলেন, ‘আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যে কান্না করেছি, মনে হচ্ছিল আল্লাহ খুব কাছে। আমি আগেও হজ করেছি। এতটা তৃপ্তি, এতটা প্রশান্তি আগে কখনো পাইনি। এবারের হজ 

‘নারীদের জন্য নিরাপত্তা ছিল সন্তোষজনক’
ঢাকার নারী হাজি শায়খা ফারজানা বেগম আওয়ার ইসলামকে বলেন, ‘হজে অংশ নিয়ে আমি নতুন করে আল্লাহর প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের শিক্ষা পেয়েছি। নারীদের নিরাপত্তা ও গাইডেন্স যথেষ্ট ভালো ছিল। এ হজ আমার জীবনের পথপরিক্রমা বদলে দিয়েছে।’

‘প্রথম হজ, অভিজ্ঞতা ছিল ব্যতিক্রম’
মৌলভীবাজারের হাজি হাফেজ সাইফুল ইসলাম আওয়ার ইসলামকে বলেন, ‘জীবনের প্রথম হজ করেছি। শুরুতে কিছুটা বিভ্রান্তি থাকলেও পরে তা কেটে যায়। সৌদি প্রশাসনের কিছু নিয়ম মানতে অসুবিধা হলেও সব আনুষ্ঠানিকতা সফলভাবে শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’

এই হাজি আরও বলেন, ‘বাংলাদেশি হজ মিশন অনেক জায়গায় সহায়তা করেছে। এবং আওয়ার ইসলাম চাইলে নতুন হাজিদের জন্য হজ গাইডলাইন বা ভিডিও সিরিজ তৈরি করতে পারে।’

‘এই হজ অন্তরের পবিত্রতা এনে দিয়েছে’
বরিশালের হাজি মাওলানা আজিজুল হক ৬৫ বছর বয়সে প্রথম হজ পালন করেছেন। আওয়ার ইসলামকে তিনি বলেন, ‘মিনার ত্যাগ, আরাফার কান্না, কাবার তাওয়াফ—সবকিছু যেন আমার অন্তরকে নতুন করে গড়েছে। কষ্ট ছিল, তবে আত্মা শান্তিতে ভরে গেছে।’

অন্যান্য বছরের তুলনায় এবারের হজ ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল। এতে হাজিরা যেমন পেয়েছেন আল্লাহর ঘরের পবিত্র পরিবেশে আত্মিক প্রশান্তি, তেমনি কিছু বাস্তব চ্যালেঞ্জও তাদের সামনে এসেছে। যা আগামী দিনের জন্য শিক্ষা হয়ে থাকবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ