মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


সাত বছরের মাইদা সাত মাসে কোরআনে হাফেজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মাত্র সাত মাসে পুরো কোরআন মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেছে চট্টগ্রামের মোছা. জান্নাতুল মাওয়া মাইদা। তার বয়স মাত্র সাত বছর। সে নগরীর অক্সিজেন এলাকার পাঠানপুর মহিউস সুন্নাহ ইসলামিক মাদরাসার বালিকা শাখার শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মাদরাসাটির শিক্ষক হাফেজ মাওলানা সাআদ সাদেক এ তথ্য জানান।

মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ মহিউদ্দিন বলেন, সাধারণত কোরআন হিফজ শেষ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে সাত বছর বয়সী জান্নাতুল মাওয়া মাইদা মাত্র সাত মাসে পুরো কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে দ্বীনী ইলম অর্জন করে ইসলামের সেবা করার তাওফিক দান করেন।

মাইদার বাবা হাফেজ মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, মাইদা খুবই অল্প সময়ে কোরআন হিফজ সম্পন্ন করেছে। বাবা হিসেবে আমি মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। পাশাপাশি মাদরাসা কর্তৃপক্ষ ও মাইদার শিক্ষিকাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এম আই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ