প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার নাম শামীম। আমি খুব দ্বিধায় ভুগছি আর সেটা হলো আমি পশ্রাব করার পর সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে পারছি কিনা। যেটা বলতে চাচ্ছি পশ্রাব চুল পরিমাণ কাপড়ে লেগে যাওয়ার ভয় সব সময় কাজ করছে। এমন অবস্থায় আপনার পরামর্শ চাচ্ছি।
উত্তর : অহেতুক সন্দেহ একটি রোগ। মনে সন্দেহ সৃষ্টি করে শয়তান মানুষকে ইবাদত থেকে বিতৃষ্ণ করার হীন চেষ্টা করে থাকে। তাই অহেতুক সন্দেহ বাতিকতা থেকে মুক্ত থাকতে সদা সচেষ্ট থাকতে হবে।
পেশাব শেষ করার পর স্বাভাবিকভাবে পেশাব পুরোপুরি ঝরে যাবে যতটুকু সময় বসে থাকলে মনে হবে ততটুকু সময় বসে থাকবে। এর পরিমাণ সর্বোচ্চ ৩ থেকে ৪ মিনিট। প্রয়োজনে টিস্যু ব্যবহার করুন বা ঢিলা ব্যবহার করে একটু দাঁড়াতে পারেন। এরপর পানি ব্যবহার করে চলে আসুন। মনের মাঝে যতই সন্দেহ আসুক যে, আপনি পবিত্র হননি। পেশাব ঝড়ছে ইত্যাদি বিষয়কে মোটেও পাত্তা দিবেন না। ইনশাআল্লাহ এ ধীরে ধীরে এ রোগ কেটে যাবে।
সন্দেহকে প্রশ্রয় দিলেই তা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করবে। আতা বিন আবী মাইমুনা বলেন, আমি শুনেছি আনাস বিন মালিক রা. বলেছেন, রাসূল সাঃ যখন প্রয়োজন সম্পন্ন [টয়লেটে যাবার জন্য] করার জন্য বের হতেন, তখন আমি ও আরেক ছেলে আসতাম। আমাদের সাথে পানির পাত্র থাকতো। অর্থাৎ এ দিয়ে রাসূল সাঃ ইস্তিঞ্জা করতেন। {বুখারী, হাদীস নং-১৫০}
হযরত ঈসাব বিন ইয়াযদাদ আলইয়ামানী তার পিতা থেকে বর্ণনা করেন। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ পেশাব করে, তখন সে যেন তার লজ্জাস্থানকে তিনবার ঝেড়ে নেয়। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩২৬}
যে ব্যক্তি ঢিলা ব্যবহার করে সে যেন বেজোড় ব্যবহার করে। যে তা করবে সে উত্তম কাজ করল, আর যে করেনি তাতে কোন সমস্যা নেই। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫} সূত্র : আহলে হক মিডিয়া ।
এম আই/
                              
                          
                              
                          
                        
                              
                          