মুফতি আরিফুল ইসলাম
আবহাওয়া পরিবর্তন হচ্ছে। সাধারণত এ সময়গুলোতে শরীরে নানা ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হয়। এ সময়ে আমরা ডেঙ্গুজ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। সর্বপ্রকার রোগ থেকে মুক্তি পেতে নিয়মিত এ দোয়াটির আমল করতে পারি।
হাদীস : হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জ্বর ও অন্যান্য সকল প্রকার ব্যথায় এই দুআ শেখাতেন মহান "আল্লাহ্ তা’আলার নামে, আমি মহান আল্লাহ তা’আলার নিকটে আশ্রয় প্রার্থনা করছি রক্তচাপের আক্রমণ থেকে এবং জাহান্নামের উত্তপ্ত আগুনের ক্ষতি হতে।– তিরমিজী শরীফ ২০৭৫
আরবী দোয়া أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ 
জ্বরসহ সর্বপ্রকার ব্যাধি থেকে মুক্তি পেতে আমরা পাঁচওয়াক্ত নামাজের পর এ দোয়া পড়ার অভ্যাস গড়তে পারি। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।
এম আই/
                              
                          
                              
                          
                        
                              
                          