শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ঘরের  দরজায়  দাঁড়িয়ে কী বলবেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুফতি আরিফুল ইসলাম

ঘর একটি নিরাপদ স্থান। মানুষ ঘরে নির্বিঘ্নে বসবাস ঘরে। আরামের স্থান হলো ঘর। বিভিন্ন পোষাকে থাকে ঘরে। এটি মানুষের মৌলিক অধিকার। এছাড়া মানুষ ঘরে গভীর মনোযোগে থাকে। হঠাৎ কেউ আসলে  দেমাগে চট পড়ে। এ জন্য ইসলাম একটি নিয়ম বেধে দিয়েছে। কারো ঘরে প্রবেশের পূর্বে অনুমতি নেওয়া।

অনুমতির পদ্ধতি

সালাম

সালামের মাধ্যমে আমরা অনুমতি নিতে পারি । আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন- হে মুমিনগণ! নিজ ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না অনুমতি নাও এবং তার অধিবাসীদের সালাম দাও। এ পন্থাই তোমাদের জন্য উত্তম। হয়তো তোমরা উপদেশ গ্রহণ করবে। -সূরা নূর (২৪) : ২৭

কলিংবেল চাপা

তবে যদি সালাম দিলে আওয়াজ না পৌঁছে তাহলে কলিংবেল চেপে অনুমতি  নিতে পারি।  এরপর সামনে এলে সালাম দিয়ে  অনুমতি নিব। এক্ষেত্রে অনেকের মাত্রাজ্ঞানের অভাব। বেল চাপতেই থাকে। এতে ভেতরে থাকা মানুষের বিরক্ত হন। একবার নক করে বা বেল চাপ দিয়ে অপেক্ষা করা। যাতে তার কষ্ট না হয়।  সূরা আহযাব : ৫৮।

আমি আমি বলা অন্যায়

ভেতর থেকে আওয়াজ এলে অনেকে উত্তর বলে আমি আমি। এটিও সভ্যতা পরিপন্থি।   হযরত জাবির রা. বলেন, আমার পিতার কিছু ঋণ ছিল। এ বিষয়ে আলোচনা করার জন্য আমি নবী সা. এর কাছে এলাম এবং দরজায় করাঘাত করলাম। তিনি জিজ্ঞাসা করলেন, কে? আমি বললাম। আমি। তখন তিনি বললেন আমি আমি? যেন তিনি তা অপছন্দ করলেন। সহীহ বুখারী ৬২৫০। আল্লাহ আমাদেরকে এ সুন্নত পালন করার তাওফিক দান করেন।

এমআই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ