শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জেলা–উপজেলায় আন্দোলন জোরদারের সিদ্ধান্ত বাংলাদেশ খেলাফত মজলিসের খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লাহ তায়ালা পরম করুণাময় ও দয়াবান। কিন্তু বান্দার কিছু গুরুতর অপরাধ যেমন কুফুরি কথা, মা-বাবাকে কষ্ট দেওয়া, নবী ও মুমিনদের হত্যা করা, মুরতাদ হওয়া, চতুষ্পদ জন্তুর উপাসনা বা শিরক করা ইত্যাদি কারণে তিনি ভীষণ রাগ করেন।

তাই মহান আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকতে সেসব মারাত্মক গুনাহ থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে তাঁর কাছে দোয়া করতে হবে। আল্লাহর ক্রোধ থেকে বাঁচাতে প্রিয়নবী সা. তাঁর প্রিয় উম্মতকে দোয়া ও আমল শিক্ষা দিয়েছেন।

দোয়া

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ

‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নি‘মাতিকা ওয়া তাহবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি‘য়ি সাখাতিকা’ অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে।

আবদুল্লাহ ইবনে উমার রা. বলেন, রাসুলুল্লাহ সা.-এর বিভিন্ন দোয়ার মধ্যে এটি অন্যতম। (আবু দাউদ: ১৫৪৫)

আমল

আল্লাহর ক্রোধ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় আমল হচ্ছে মানুষের ওপর রাগান্বিত হওয়া পরিহার করা। এটি অনেক বড় গুণ। পবিত্র কুরআনের অনেক জায়গায় এই গুণটি নিয়ে আলোচনা করা হয়েছে । আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে, বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ১৩৪)।

নবীজি সা. বলেন, ‘যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কেয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যেকোনো হুর নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার অধিকার দান করবেন।’ (ইবনে মাজাহ: ৪১৮৬)।

প্রিয়নবী সা. আরও বলেন, ‘আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে, তা অন্য কিছুতে নেই।’ (ইবনে মাজাহ: ৪১৮৯)

অন্য হাদিসে গোপনে সদকা করার কথা এসেছে, যা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে। ‘নিশ্চয় গোপন সদকা রবের ক্রোধকে প্রশমিত করে’ (তাবারানি: ১০১৮; তারগিব: ৮৮৮)

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে তাঁর ক্রোধ থেকে বাঁচতে কুরআন ও হাদিসে বর্ণিত আমলগুলো যথাযথ পালন করার তাওফিক দান করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ