শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

নামাজে ভুলে এক সেজদা করলে করণীয় কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নামাজের কোনো রাকাতে ভুলে এক সেজদা করলে তার করণীয় হলো- স্মরণ হওয়ার পর দ্বিতীয় সেজদাটি আদায় করা। কারণ নামাজের প্রতি রাকাতে উভয় সেজদাই ফরজ। এর কোনো একটি ছুটে গেলে শুধু সাহু সেজদা করা যথেষ্ট নয়। বরং এক্ষেত্রে নিয়ম হলো স্মরণ হওয়ার পর ছুটে যাওয়া সেজদা আদায় করা, এরপর বাকি নামাজ যথানিয়মে পূর্ণ করা এবং নামাজ শেষে সাহু সেজদা করা। (কিতাবুল আসল: ১/২০৬; আলমাবসুত, সারাখসি: ১/২২৩-২২৬)

ইমাম সাহেব যদি এমন ভুল করে থাকেন, মুসল্লিরা লোকমা দেবেন। মুসল্লিদের লোকমা দেওয়ামাত্রই নামাজপরিপন্থী অন্য কাজ করার আগে ইমাম সাহেব ভুলবশত ছেড়ে দেওয়া সেজদাটি আদায় করবেন। অতঃপর তাশাহুদ পাঠ করে নিয়মমাফিক সাহু সেজদা করবেন তথা একদিকে সালাম ফিরিয়ে দুই সেজদা করবেন। তারপর নিয়মতান্ত্রিক তাশাহুদ, দরুদ শরিফ ও দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। (রদ্দুল মুহতার: ২/১৯২, ফতোয়ায়ে মাহমুদিয়া: ২/২২২)

উল্লেখ, কেউ এক রাকাতে ভুলে তিন সেজদা দিলে সাহু সেজদা ওয়াজিব হয়ে যাবে। সাহু সিজদা আদায় না করলে, নামাজ পুনরায় পড়তে হবে। হজরত আতা রহ. বলেন, ‘যদি তুমি নিশ্চিত হও যে, কোনো রাকাতে তিনটি সেজদা করেছ, তবে নামাজ পুনরায় পড়বে না; বরং সাহু সেজদা করে নিবে।’ (মুসান্নাফ আব্দুর রাজ্জাক: ৩৫২৪; আল-মুহিতুল বুরহানি: ২/৩০৮; কিতাবুল আছল: ১/২১১; বাদায়েউস সানায়ে: ১/৪০১)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ