শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান ধর্ম উপদেষ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য হজ প্রতিনিধি দলের সদস্যসহ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন।

সোমবার (২ জুন) রাতে মক্কায় বাংলাদেশ হজ অফিসের সম্মেলন কক্ষে হজ প্রতিনিধিদল, ২০২৫ এর সঙ্গে এক বিশেষ সভায় তিনি বলেন, ‘চিকিৎসা কর্মীসহ চিকিৎসা সেবা দলগুলোকে বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে।’

তিনি আরো বলেন, মক্কা থেকে মিনায় যাওয়ার পরপরই হজের দিনগুলোতে মিনা ও আরাফাতে খাবার ও থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সভায় মক্কা থেকে মিনা ও আরাফাত ময়দানে হজযাত্রীদের ভ্রমণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

অন্যান্যের মধ্যে, ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, হজ প্রতিনিধি দলের সদস্য, প্রশাসনের টিম লিডার, হজের কাউন্সিলর, মেডিকেল টিম লিডার, আইটি টিম লিডার ও সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

এ বছর ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, বার্ধক্যজনিত কারণে বা বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় সৌদি আরবে মোট ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবস্থাপনা দলের সদস্যসহ প্রায় ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী ২২৪টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন বলেন, মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ১০৮টি ফ্লাইট পরিচালনা করে ৪২ হাজার ৪০৪ জন হজযাত্রী বহন করেছে, সৌদি এয়ারলাইন্স ৮৩টি ফ্লাইট পরিচালনা করে ৩১ হাজার ৬৭৬ জন হজযাত্রী বহন করেছে ও রিয়াদ-ভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী পরিবহণ করেছে।

হজ অফিসের পরিচালক আরো বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায়, ঢাকায় সৌদি দূতাবাস বাংলাদেশি হজযাত্রীদের পাসপোর্টের বিপরীতে সকল ভিসা প্রদান করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ