শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

৫৩ বছরের ইমামকে গ্রামবাসীর ব্যতিক্রমী বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী সদরের নাজিরপুর নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. কবির আহমেদ টানা ৫৩ বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন। দীর্ঘ কর্মজীবনের শেষে তাঁকে স্মরণীয় বিদায় জানাতে ব্যতিক্রমধর্মী সংবর্ধনার আয়োজন করে গ্রামবাসী।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইমাম সাহেবকে এককালীন ১ লাখ টাকার সম্মানী প্রদান করা হয়। মসজিদ থেকে নিজ বাড়ি পর্যন্ত গাড়িতে করে তাঁকে বিদায় জানানো হয় সম্মান ও ভালোবাসায়। উপস্থিত ছিলেন শত শত গ্রামবাসী। অনেকেই আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

মাওলানা কবির আহমেদ নবাবপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি শুধু একজন ইমাম নন, বরং একজন শিষ্টাচারী, সদালাপী ও সেবাব্রতী মানুষ হিসেবে এলাকাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

মসজিদ চত্বরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি একরামুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন মাস্টার এনামুল হক। প্রধান অতিথি ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন রতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাজল, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নূর নবী, সৌদি প্রবাসী কামাল মির্জা, কাজী এরশাদ, শাহাদাত হোসেন সুরুজ, মাহবুবুল হক চাষীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ইমাম সাহেবের অবদান অনস্বীকার্য। তার মতো মানুষেরা সমাজে আলোর দিশারি।’

অনুভূতিপূর্ণ বিদায়ী বক্তব্যে মাওলানা কবির আহমেদ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য। আমার জন্য দোয়া করবেন।’

মসজিদ কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন রতন বলেন, ‘দেশের অনেক ইমাম বৃদ্ধ বয়সে অবহেলিত হয়ে পড়েন। আমরা চাই, এই বিদায় যেন সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকে। ইমাম সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই সম্মানী প্রদান করা হয়েছে।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ