|| শাব্বির আহমাদ ||
সকালের নরম আলো, হালকা বাতাস আর স্নিগ্ধ নীরবতায় যে প্রশান্তি লুকিয়ে থাকে, তা আসলে এক বিশেষ নিয়ামত। ভোরের আবহাওয়া শুধু দৃষ্টির আরামের জন্য নয়, বরং এটি মুমিনের হৃদয়কে আল্লাহর দিকে ডেকে আনে।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “হে আল্লাহ! আমার উম্মতের জন্য তুমি সকালকে বরকতময় করে দাও।” (তিরমিজি)
সকালের এই সময়টাই ইবাদতের শ্রেষ্ঠ মুহূর্ত—যেখানে ফজরের নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির-আজকারের মাধ্যমে একজন মুসলিম আত্মাকে পরিশুদ্ধ করতে পারে। মৃদু বাতাস ও পাখির কুহু কুহু ধ্বনি যেন প্রকৃতির তসবিহ।
আজকের ব্যস্ত জীবনে যখন মানুষ ক্লান্তিতে জর্জরিত, তখন সকালের মসৃণ আবহাওয়ায় কিছু সময় কাটিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করা আত্মার জন্য এক দাওয়াত।
আসুন, আমরা সকালের প্রশান্ত পরিবেশকে কেবল উপভোগ নয়, বরং আল্লাহর ইবাদতের মাধ্যম বানাই। এই সময়টুকুকে আলোকিত করি দোয়া, তিলাওয়াত ও কৃতজ্ঞতার সুবাসে। কেননা, দিনটি যেমন শুরু হয়, মনও তেমনি গড়ে ওঠে—আল্লাহমুখী, শান্তিপূর্ণ ও আশাবাদী।
এসএকে/
                              
                          
                              
                          
                        
                              
                          