শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

ঘরে প্রবেশ করার দোয়া ও তাৎপর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামে জীবনের প্রতিটি ক্ষেত্রেই দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। ঘরে প্রবেশের সময়ও রয়েছে একটি সুন্দর দোয়া, যা আমাদের নিরাপত্তা, কল্যাণ ও আল্লাহর বরকতের প্রতীক। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন, ঘরে প্রবেশের সময় এই দোয়া পড়লে ঘর আল্লাহর হেফাজতে থাকে, শয়তান দূরে থাকে এবং পরিবারের মধ্যে শান্তি ও কল্যাণ নেমে আসে।

দোয়া:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا।

উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাউলিজি, ওয়া খাইরাল মাখরাজি; বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।

অর্থ:

হে আল্লাহ! আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই। আপনার নামে আমরা প্রবেশ করি এবং আপনার নামেই বের হই, আর আমাদের রব আল্লাহর উপর আমরা ভরসা করি। আবু দাউদে বর্ণিত হয়েছে (হাদিস নম্বর: ৫০৯৬)।

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ করলে ঘর থেকে অকল্যাণ, অনিষ্টকারী শক্তি ও শয়তানের প্রবেশ রোধ হয়। এ ছাড়া ঘরে শান্তি-সম্প্রীতি ও বরকত প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে যারা পরিবারের নিরাপত্তা, সন্তানদের মঙ্গল এবং ঘরোয়া শান্তি কামনা করেন, তাদের জন্য এ দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপকারিতা: ঘরে শয়তানের প্রবেশ রোধ হয়। ঘর-পরিবারের মধ্যে বরকত নেমে আসে। আল্লাহর প্রতি আস্থা-ভরসা প্রকাশ হয়। মনোভাব দৃঢ় হয় যে, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ