ইসলামে জীবনের প্রতিটি ক্ষেত্রেই দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। ঘরে প্রবেশের সময়ও রয়েছে একটি সুন্দর দোয়া, যা আমাদের নিরাপত্তা, কল্যাণ ও আল্লাহর বরকতের প্রতীক। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন, ঘরে প্রবেশের সময় এই দোয়া পড়লে ঘর আল্লাহর হেফাজতে থাকে, শয়তান দূরে থাকে এবং পরিবারের মধ্যে শান্তি ও কল্যাণ নেমে আসে।
দোয়া:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا।
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাউলিজি, ওয়া খাইরাল মাখরাজি; বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।
অর্থ:
হে আল্লাহ! আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই। আপনার নামে আমরা প্রবেশ করি এবং আপনার নামেই বের হই, আর আমাদের রব আল্লাহর উপর আমরা ভরসা করি। আবু দাউদে বর্ণিত হয়েছে (হাদিস নম্বর: ৫০৯৬)।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ করলে ঘর থেকে অকল্যাণ, অনিষ্টকারী শক্তি ও শয়তানের প্রবেশ রোধ হয়। এ ছাড়া ঘরে শান্তি-সম্প্রীতি ও বরকত প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে যারা পরিবারের নিরাপত্তা, সন্তানদের মঙ্গল এবং ঘরোয়া শান্তি কামনা করেন, তাদের জন্য এ দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপকারিতা: ঘরে শয়তানের প্রবেশ রোধ হয়। ঘর-পরিবারের মধ্যে বরকত নেমে আসে। আল্লাহর প্রতি আস্থা-ভরসা প্রকাশ হয়। মনোভাব দৃঢ় হয় যে, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে।
এনএইচ/