পবিত্র হজ্ব পালন শেষে জীবনে আত্মশুদ্ধির ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরতে এক ইসলাহী মজলিসের আয়োজন করেছে মোহাম্মদপুরের জামিয়া ইসলামিয়া বাইতুল আমান মাদরাসা।
আগামী মঙ্গলবার (২২ জুলাই) বাদ যোহর, মাদরাসা প্রাঙ্গণের মসজিদে এই গুরুত্বপূর্ণ মজলিস অনুষ্ঠিত হবে। এতে বিশেষ আলোচনা করবেন বিশিষ্ট আধ্যাত্মিক রাহবার, আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মাদ আখতার (রহ.) এর খলীফা ও সুপ্রসিদ্ধ আলেম মুফতি নূরুল আমীন। আলোচনা হবে বাদ এশা।
আয়োজক প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মুফতি মাহমুদুর রহমান মজলিসে অংশগ্রহণের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন এবং সফল আয়োজনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
স্থান: বাইতুল আমান হাউজিং সোসাইটি, রোড নং ১৬, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
এসএকে/
                              
                          
                              
                          
                        
                              
                          