মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


অবাধ্য সন্তানকে অনুগত করার আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমাদের প্রিয়নবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন—

“আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি এই নামগুলো স্মরণ করবে (জিকির করবে), সে জান্নাতে যাবে।”

(সহিহ বুখারি, হাদিস: ২৭৩৬)

প্রত্যেকটি গুণবাচক নামের রয়েছে আলাদা ফজিলত ও উপকারিতা। এ গুণবাচক নামগুলোর নিয়মিত আমলে বহু সমস্যার সমাধান হয়ে থাকে।

আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো:

 (اَلشَّهِيْدُ) আশ-শাহীদু

উচ্চারণ: আশ-শাহীদু

অর্থ: প্রত্যক্ষকারী; যিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য সব বিষয়ে অবহিত।

আমলের নিয়ম ও ফজিলত:

যদি কোনো পিতা-মাতার সন্তান (ছেলে বা মেয়ে) অবাধ্য, অসৎ কিংবা কথা না শোনে—

তাহলে পিতা বা মাতা যেন নিচের নিয়মে আমল করেন:

সন্তানের কপালে হাত রাখবেন। সন্তানের মুখমণ্ডল আকাশমুখী করবেন। অতঃপর আন্তরিকতা ও দৃঢ় বিশ্বাসসহ ‘আশ-শাহীদু’ নামটি ২১ বার পাঠ করবেন।

ফলাফল:

আল্লাহর রহমতে সে অবাধ্য সন্তান সৎ ও অনুগত হয়ে যাবে— ইনশাআল্লাহ।

যেসব মা-বাবা তাদের সন্তানের অবাধ্যতায় হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত, তাদের জন্য এই ছোট আমলটি হতে পারে অনেক উপকারী ও কার্যকরী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ