শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ।। ৩১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ সফর ১৪৪৭

শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বন্যা : পানি কমলেও ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ও পানির সংকট কাশ্মীরে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ‘আশা করি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারব’ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় আশেপাশে কঠোর অবস্থানে পুলিশ ১০৭ বছর বয়সেও চশমা ছাড়া কোরআন পড়তে পারেন নুর জাহান বন্যায় দুর্ভোগে তিস্তাপারের মানুষ, ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে রাজধানীতে সরকারি সুকুক ও সামাজিক ব্যবসা নিয়ে বিশেষ ফিকহি মজলিস অনুষ্ঠিত রাজশাহীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার ৪৭, ৭১ ও ২৪'র শহীদদের রক্তের সাথে যারা বেঈমানী করবে তারা গাদ্দার : জমিয়ত মহাসচিব উপকূল অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত

১০৭ বছর বয়সেও চশমা ছাড়া কোরআন পড়তে পারেন নুর জাহান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে বৃদ্ধা নুর জাহান বেওয়া ১০৭ বছর বয়সে এখনও চশমা ছাড়া পড়তে পারেন কোরআন শরিফ। এই বয়সে রয়েছেন সুস্থ। শরীরে বাসা বাঁধেনি তেমন কোনো রোগব্যাধি।

জানা যায়, তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে মহিষখোঁচা বাজার সংলগ্ন এলাকার মরহুম মহির খানের স্ত্রী। ১৯১৮ সালে জন্ম তার।

সরেজমিন দেখা গেছে, শত বছর পেরিয়ে গেলেও নুর জাহান বেওয়ার এখনো রয়েছে চোখের জ্যোতি, কানেও শোনেন স্বাভাবিক। চশমা ছাড়া পড়েন পবিত্র কোরআন শরিফ, পত্রিকা। ব্যবহার করেন মোবাইল ফোনও। কাপড় ধোয়া, ভাত রান্না, ঘর গোছানোসহ নিজের সব কাজ নিজেই করতে পারেন। অন্যের সাহায্য ছাড়াই করছেন চলাফেরা। 

চার ছেলেসন্তান ও চার কন্যাসন্তানের জননী নুর জাহান বেগম এখনও বাড়িতে একাই থাকেন । স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি ছেড়ে তিনি কোথাও যেতে চান না। কোনো সন্তান বা নাতিদের কেউ তাকে নিজের কাছে রাখতে চাইলে তাদের জানিয়ে দেন, স্বামীর ভিটাতেই মৃত্যুর আশা রাখেন তিনি। পুত্র ও কন্যা সন্তানরাও হয়েছেন বৃদ্ধ। মারা গেছেন দুই পুত্র। তবে সন্তানরা কেউ মায়ের কাছে না থাকলেও মায়ের দেখাশোনার জন্য রেখেছেন কাজের মেয়ে ও কাজের ছেলে।

শিক্ষিত ও ধার্মিক এই নারী রংপুর কৈলাশ শঙ্কর বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন। মেধাবী হওয়ায় পেয়েছেন শিক্ষা বৃত্তিও। তৎকালীন প্রতি মাসে আড়াই টাকা করে বৃত্তি পেয়েছেন তিনি। পরে নিজের সন্তানদের করেছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত।

ছোট মেয়ে সুলতানা বেগম (৬৫) বলেন, আমার মা বয়সে ও শরীরে বৃদ্ধ হলে মনের দিক থেকে তিনি বৃদ্ধ হননি। তিনি এখনো সুস্থভাবে চলাফেরা করছেন, এটা আল্লাহর রহমত। আমার মা এখনো চশমা ছাড়াই কোরআন শরিফ পড়তে পারেন, পত্রিকা পড়েন। কেউ ফোন করলে নিজেই রিসিভ করে কথা বলেন। নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন। কাপড় ধোয়া, ভাত রান্না, ঘর গোছানোসহ নিজের সব কাজ নিজেই করছেন।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের জানান, ১০৭ বছর বেঁচে থাকা ও সুস্থ থাকা আল্লাহর বিশেষ নেয়ামত। আল্লাহ তাকে হায়াতে বরকত দান করুক।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ