শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭


ঢালকানগরে মাওলানা শাহ হাকিম মুহাম্মাদ মাজহারের সান্নিধ্য লাভের সুযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

থানভী সিলসিলার প্রখ্যাত আলেম, পাকিস্তানের হজরত মাওলানা শাহ হাকিম মুহাম্মাদ আখতার সাহেব রহ.-এর সুযোগ্য সাহেবজাদা হালিমুল উম্মত হজরত মাওলানা শাহ হাকিম মুহাম্মাদ মাজহার সাহেব বাংলাদেশ সফরে এসেছেন।

তিনি আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত ঢালকানগর খানকাহতে অবস্থান করবেন।

পীর সাহেব ঢালকানগর মাওলানা জাফর আহমাদ জানান, যে সমস্ত ওলামায়ে কেরাম এবং সালেকীন হজরতওয়ালার সোহবতে থেকে ফায়দা হাসিল করতে ইচ্ছুক তাদের জন্য ঢালকানগর খানকাহ শরিফে থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে।

পাকিস্তানের প্রখ্যাত আলেম, থানভী সিলসিলার বিশিষ্ট বুজুর্গ ‘করাচির হজরত’ খ্যাত আরেফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার ২০১৩ সালে ইন্তেকাল করেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. সুন্নতি যে বিশুদ্ধ ধারার প্রবর্তন করেছিলেন তা বাংলাদেশে প্রচার-প্রসারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল হাকিম মুহাম্মদ আখতার রহ.-এর। তার আধ্যাত্মিক উত্তরসূরি শত শত আলেম বাংলাদেশের আনাচে-কানাচে দ্বীনের বিশুদ্ধ ধারা চর্চা করছেন এবং হেদায়াতের আলোকচ্ছটা বিলিয়ে যাচ্ছেন। বার বার তিনি এদেশে এসেছেন এবং সুন্নত অনুযায়ী জীবন গঠনের তাগিদ দিয়েছেন। তার ইন্তেকালের পর ছেলে মাওলানা শাহ হাকিম মুহাম্মাদ মাজহার সাহেব সেই ধারা অব্যাহত রেখেছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ