চলতি ওমরা মৌসুমে আরাফাতের ময়দান ভ্রমণকারীদের জন্য বিশেষ ধর্মীয় দিকনির্দেশনা কর্মসূচি চালু করেছে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানায়, ওমরাযাত্রীদের সুবিধার্থে এবং ধর্মীয় বিষয়ে সঠিক পরামর্শ প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয় একাধিক ভাষায় বিশেষজ্ঞদের সেবা চালু করেছে। ইতোমধ্যেই আগত দর্শনার্থীরা এ সুবিধা গ্রহণ করছেন।
এ উদ্দেশ্যে জাবালে রহমতের কাছে বেশ কয়েকটি বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে বিভিন্ন ভাষায় তথ্যপত্র ও পুস্তিকা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কোনো দর্শনার্থী যদি সরাসরি ধর্মীয় নির্দেশনা চান, তবে নিয়োজিত বিশেষজ্ঞরা তাৎক্ষণিক পরামর্শ দিচ্ছেন। বিভিন্ন দেশের হাজি ও ওমরাযাত্রীরা নিজেদের ভাষায় সঠিক তথ্য ও দিকনির্দেশনা পেয়ে উপকৃত হচ্ছেন।
উল্লেখ্য, উমরা মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা মিন্না, মুজদালিফা ও আরাফাতের ময়দানসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ ভ্রমণ করেন। বিশেষত জাবালে রহমতে পৌঁছে নফল নামাজ আদায় ও দোয়া করা হয়ে থাকে। অনেকে এ সময় স্মৃতিচারণ হিসেবে ছবি তোলেন।
এদিকে স্থানীয় প্রশাসন জাবালে রহমতে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যাতায়াত নির্বিঘ্ন করতে পাহাড়ে ওঠা-নামার রাস্তাগুলো একমুখী করে দেওয়া হয়েছে, যাতে আগমন ও প্রস্থানের মাঝে কোনো ভিড় বা জটলা না হয়।
এমএইচ/