শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

সিনিয়র শিক্ষক নিয়োগ দেবে লালমাটিয়া মাদ্রাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া লালমাটিয়া সিনিয়র শিক্ষক নিয়োগ দিচ্ছে। কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় অভিজ্ঞ ও যোগ্য আলেমদের জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

প্রতিষ্ঠানটি একজন আবাসিক সিনিয়র শিক্ষক নিয়োগ দেবে, যিনি শিক্ষাদানে পারদর্শী এবং নীতিনৈতিকতার ক্ষেত্রে অনুকরণীয় হবেন। আবেদনকারীদের নির্দিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের দারুল উলূম দেওবন্দ, দারুল উলূম করাচি বা দেশের স্বনামধন্য কোনো কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসে মুমতায বিভাগে উত্তীর্ণ হতে হবে।

এ ছাড়াও যে শর্তগুলো থাকতে হবে—

আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদায় বিশ্বাসী হতে হবে।
রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে।
বা-আমল আলেমদের সঙ্গে নেসবতে যুক্ত থাকতে হবে।
স্বনামধন্য কওমি মাদ্রাসায় অন্তত পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
ইফতা ও উলূমুল হাদীস সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন ও নিয়োগ প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের সিভি ও আবেদনপত্র হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। পরবর্তীতে মৌখিক সাক্ষাৎকারের জন্য মাদ্রাসার দপ্তর থেকে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। হোয়াটসঅ্যাপ নম্বর: +8801791743090

মু’লিন-

মাওলানা মোহাম্মদ ইসমাইল, মুহতামিম, জামিয়া ইসলামিয়া লালমাটিয়া, ঢাকা। ৬/২৬, ব্লক-এফ, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ