রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১১ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ইবনে শাইখুল হাদিস ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা পরস্পরের জীবনসঙ্গী হিসেবে সফলতার মন্ত্র ফখরুলের ‘দক্ষিণপন্থীদের উত্থান’ মন্তব্যে কড়া সমালোচনা ইসলামী আন্দোলনের মহাসচিবের পি আর পদ্ধতিতেই জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে: পীর সাহেব চরমোনাই  প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের কাগজপত্র বিতরণ শুরু বাসচাপায় মাদরাসা ছাত্রী নিহত, সড়ক অবরোধ একা পারছি না, বিভিন্ন পর্যায়ে আলেমদের অংশগ্রহণ জরুরি: ধর্ম উপদেষ্টা জুলাই সনদে মাদরাসা ছাত্রদের স্বীকৃতিও দিতে হবে: গাজী আতাউর রহমান

বিভিন্ন পদে জনবল নিচ্ছে আজহারীর হাসানাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট ইসলামি আলোচক ও দাঈ ড. মিজানুর রহমান আজহারীর প্রতিষ্ঠান হাসানাহ ফাউন্ডেশনে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। শুক্রবার (২৫ জুলাই) রাতে আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে আজহারী লেখেন, ‘একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে হাসানাহ ফাউন্ডেশন। সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে আমরা বহুমুখী ও কল্যাণমূলক কাজে নিয়োজিত। আর এই মহৎ উদ্যোগগুলো এগিয়ে নিতে প্রয়োজন স্বপ্নবাজ ও উদ্যমী একঝাঁক নতুন মুখ। সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে তাই যুক্ত হোন হাসানাহ ফাউন্ডেশনে।’

যেসব পদে আবেদন করা যাবে

১. অফিস ইন-চার্জ (২ জন), ২. অ্যাকাউন্টস অফিসার (২ জন), ৩. সীরাহ মিউজিয়াম কো-অর্ডিনেটর (২ জন), ৪. মক্তব কো-অর্ডিনেটর (২ জন), ৫. কারিকুলাম ডেভেলপার (৪ জন), ৬. ভিডিও এডিটর (২ জন), ৭. ভিডিওগ্রাফার কাম ক্যামেরাম্যান (২ জন), ৮. ক্রিয়েটিভ ডিজাইনার (২ জন), ৯. কন্টেন্ট রাইটার (২ জন), ১০. রিসিপশনিস্ট (২ জন)।

মাসিক বেতন ও অন্যান্য সুবিধা

ড. মিজানুর রহমান আজহারী তাঁর ফেসবুক পোস্টে জানান, এসব পদে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত (পদ ও কাঙ্ক্ষিত অভিজ্ঞতার ভিত্তিতে) মাসিক বেতনের পাশাপাশি আরও থাকছে: ১. দুটি ঈদ বোনাস, ২. একটি পারফরম্যান্স বোনাস, ৩. বাৎসরিক ইনক্রিমেন্ট, ৪. প্রভিডেন্ড ফান্ড, ৫. প্রমোশন।

আবেদনের সময়সীমা: ২৫ জুলাই থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত এসব পদে আবেদন করতে পারবেন।

আজহারীর ফেসবুক পেজে দেওয়া সংশ্লিষ্ট পোস্টের কমেন্টে সংযুক্ত লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। তিনি লেখেন, ‘কেবল নির্ধারিত পদ্ধতিতে অর্থাৎ গুগল ফর্মে সিভি ও অন্যান্য তথ্য সংযুক্ত করে একজন প্রার্থী আবেদন করতে পারবেন। এছাড়া অন্য কোনো উপায়ে অর্থাৎ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ