মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ।। ১৩ শ্রাবণ ১৪৩২ ।। ৪ সফর ১৪৪৭


জনবল নিয়োগ দিচ্ছে ইসলামিক এডুকেয়ার একাডেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক এডুকেয়ার একাডেমি একাধিক বিভাগে শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আরবি, হাফেজ, গণিত ও ইংরেজি বিভাগে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক খুঁজছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মো. আবু ইউসুফ পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ আগস্ট ২০২৫ (শনিবার), সকাল ৯:০০টা থেকে। পরীক্ষা হবে প্রতিষ্ঠান প্রাঙ্গণে লিখিত ও মৌখিক উভয় ধাপে। পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে। ৩ কপি ছবিসহ বায়োডাটা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ সাথে নিয়ে আসতে হবে। কোনও প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এবং প্রয়োজনীয় তথ্য পাঠাতে পারবেন WhatsApp নম্বর: 01914660260-এ।

 

            এক নজরে ইসলামিক এডুকেয়ার একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ক্রম        বিষয়    শিক্ষাগত যোগ্যতা    পদের সংখ্যা       সম্মানি
 আরবি    ফাজিল/কামিল/দাওরাহ  ০৫  ৭ থেকে ১০ হাজার টাকা
২    হাফেজ  হাফেজ, আলিম/দাওরাহ  ০৩ ১০ থেকে ১২ হাজার টাকা
৩    হাফেজা  হাফেজা/আলেমা/  নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত    ০২ ৭ থেকে ১০ হাজার টাকা
  গণিত     স্নাতক/ বি. এস. সি  ০৩ ৬ থেকে ৮ হাজার টাকা
 ইংরেজি   বিএ/ স্নাতক   ০৩ ৬ থেকে ৮ হাজার টাকা

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ