শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


হে প্রিয় তুমি কতদূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

তোমার পরম আশ্বাসে
পঙ্কিল পথ থেকে পৃথক হয়ে দাঁড়ালাম স্বচ্ছ সুন্দর আলোর ফোয়ারায়।
তোমার জন্য‌ই অচলায়তন ভেঙে পা বাড়ালাম এক- আকাশ সিঁড়িতে।

পেছনে পড়ে রইলো
বিক্ষিপ্ত প্রাসাদের পলেস্তারা আর দিঘল দীর্ঘশ্বাস।

আঁধারের চাঁদোয়া ছিঁড়ে
বয়ে যায় জোসনার স্রোত।

প্রবল উচ্ছ্বাসে কাঁপে
কলবের নূর,

তোমাকে পাওয়ার তামান্না আমার;
হে প্রিয় তুমি কতদূর?

লেখক: নাজমুল হুদা মজনু
কলামিষ্ট ও সাংবাদিক

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ