শনিবার, ২৪ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসরায়েলি সেনাবাহিনী মজা করে বেসামরিক মানুষ হত্যা করছে ছাত্র জমিয়ত বাংলাদেশে কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত  মজলিসে আমেলার বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম ‘ড. ইউনূসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র-জনতা’ আলাপ-আলোচনার মাধ্যমে অর্থবহ সমাধান আসবে: জামায়াত আমির নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতা লন্ডনে শেখ হাসিনা সংশ্লিষ্টদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ প্রধান উপদেষ্টার যেসব চাপে থাকার কথা জানালো নিউইয়র্ক টাইমস হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে ৩০ ইসলাম গ্রহণের পর জবি শিক্ষার্থীর হৃদয়ছোঁয়া আহ্বান – "একবার কুরআন পড়ুন"

শুধু মা নেই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতী মুঈনুল ইসলাম ||

কবি মতিউর রহমান মল্লিক। তাঁর নিজস্ব রাজনৈতিক দর্শন ছিলো। ছিলো শক্তিশালী রাজনৈতিক প্লাটফর্মও। মূলত ইসলামী সংগীত অঙ্গনে তিনি বাংলাদেশের প্রবাদ পুরুষ। আমার নিজস্ব রাজনৈতিক দর্শন আছে। কিন্তু কোনো রাজনৈতিক প্লাটফর্ম নেই। 

১৯৮৯ থেকে আমার সাহিত্য চর্চা শুরুর একপর্যায়ে বাবর রোডের কর্মকালীন জীবনে গজনবী রোডে মাঝে মধ্যে মল্লিক ভাইয়ের 'প্রত্যাশা প্রাঙ্গণ' সাহিত্য মজলিসে যাওয়ার সুযোগ হতো। মল্লিক ভাইয়ের লেখায় জীবন ঘনিষ্ঠতা ছিলো শতভাগ। মল্লিক ভাইয়ের চেতনায় উদারতা ছিলো সীমাহীন। এ কারণেই তাঁর সাথে আমার সাহিত্য-সখ্য গড়ে উঠে। এ সখ্যটুকু এখানেই সীমাবদ্ধ ছিলো। রাজনীতির সাংগঠনিক পর্যায়ে যায়নি কখনো। অবশ্য সেই প্রত্যাশা মল্লিক ভাই কখনো করেননি। 

মল্লিক ভাইয়ের দুই তিনটি সংগীত আমাকে খুব আকৃষ্ট করে। অবশ্য অন্যান্য গীতিকারের সংগীতের চাইতে মল্লিক ভাইয়ের সংগীতগুলো আকর্ষণের দিক থেকে আমার কাছে ৯০% মনে হয়। তাঁর সংশ্রবের উসিলায় আমার গীতি কবিতাগুলো সংগীত রূপে প্রাণ পেতেও ৯০% সহযোগিতা পেয়েছিলো। প্রায় দেড় যুগ পর এই ঋণটি আমি আজকে অকপটে স্বীকার করলাম।

মল্লিক ভাইয়ের বিখ্যাত আকর্ষণীয় সঙ্গীতটি আজকে বারবার আমার মনে পড়ছে, তাঁর মতোই আমারও মাতৃবিয়োগ হলো। আজ আমি আমার মায়ের বিছানার পাশে বসে সে সংগীতটি বার বার মনে করছি-
এই সেই ঘর/এই সেই খাট/বিছানার পাশে আছে-পানের বাটা/চশমাটা পড়ে আছে পাশেই/শুধু মা নেই, শুধু মা নেই।

ভালো থাকুক, পৃথিবীর সকল মা। ভালো থাকুক, মাতৃভূমি। 

মাগো, তোমার সুন্দর মৃত্যু আমাকে ঈর্ষান্বিত করে। সূরা ইয়াসিন, সূরা মূলক শুনতে শুনতে পবিত্র রমযানের ২৪তম রজনীতে তুমি চলে গেলে মাগফেরাতের পূর্ণ সম্ভাবনা নিয়ে, মহান রবের দরবারে। জান্নাতুল ফেরদৌস এর উঁচু মাকামে তুমি ভালো থেকো মা! সেখান থেকে তুমি আমাদের জন্য দুআ করো, আমরাও যেন তোমার মতো এ ধরনের সুন্দর মৃত্যু লাভ করতে পারি, আমীন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ