শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭


প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের সহধর্মিণীর ইন্তেকাল 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

‘সিলেটের সিংহপুরুষ’ হিসেবে পরিচিত বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের সহধর্মিণী রোকেয়া খাতুন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্না ইলাইহি রাজেউন)।  

শনিবার (২৪ মে) দিবাগত রাতে তিনি সিলেট নগরীতে নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। 
রোববার বাদ জোহর সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ইসলামি আন্দোলনের সিংহপুরুষ হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। তসলিমা নাসরিনবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে তিনি জোরালো ভূমিকা রাখেন। তিনি সিলেটের জামেয়া মাদানিয়া কাজিরবাজারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। জীবনের শেষ কয়েক বছর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ছিলেন। ২০১৮ সালে তিনি ইন্তেকাল করেন। 

মরহুমা রোকেয়া খাতুন মৃত্যুকালে দুই ছেলে এবং তিন মেয়ে রেখে গেছেন। তাঁর ছোট ছেলে তায়েফ বিন হাবিব ২০২১ সালে করোনায় মারা যান। বড় ছেলে মাওলানা সামিউর রহমান মুসা কাজিরবাজার মাদরাসার সাবেক প্রিন্সিপাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা। তাঁর তিন মেয়ের জামাতা খতিব তাজুল ইসলাম, মাওলানা আতাউর রহমান ও মাওলানা সাহল আল-রাজি নিজ নিজ অঙ্গনে ব্যাপক পরিচিত। 

মরহুমা একজন পরহেজগার ও দানশীল নারী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর জন্য পরিবারের পক্ষ থেকে বড় ছেলে মাওলানা সামিউর রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ