শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


ডোবায় মিলল মাদরাসা ছাত্রীর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীয়তপুরে ভেদরগঞ্জের চরকোড়ালতলী এলাকায় ডোবা থেকে আমেনা আক্তার নামের দশম শ্রেণির এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত আমেনা আক্তার চরকোড়ালতলী মৃধাকান্দি গ্রামের মান্নান ঢালীর কন্যা এবং স্থানীয় মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, আমেনা বেগম সকালে পরীক্ষা দেওয়ার জন্য মাদরাসার উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেনি। নিহত আমেনার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ