কক্সবাজারের বিশিষ্ট আলেম, রাজারকুল আজিজুল উলুম মাদরাসার মুহতামিম, রামু ওলামা পরিষদ সভাপতি মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি গত কয়েক দিন ধরে কক্সবাজার শহরের ফুয়াদ আল-খতীব হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর জন্য পরিবার, ছাত্র ও ভক্ত-অনুরাগীদের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফকে শনিবার (২৬ জুলাই) বিকেলে হাসপাতালে যান রামু ওলামা পরিষদের সাধারণ সম্পাদক, চাইল্যাতলী রশিদিয়া আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ নিয়ামতুল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
এসময় তারা বরেণ্য এই আলেমে দীনের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন এবং আল্লাহর দরবারে শেফায়ে কামেলা আজেলার জন্য দোয়া করেন।
এনএইচ/