শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় শায়খ আহমাদুল্লাহর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট আলেম ও দাঈ শায়খ আহমাদুল্লাহ। একইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত আফগান জনগণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ এই মানবিক বিপর্যয় নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। 

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে ছয়শোর অধিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করছি, নিহতদের তিনি ক্ষমা করুন। তাদের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও ধৈর্য ধারণের তাওফিক দিন। আহতদের দ্রুত আরোগ্য দান করুন। এই রকম ভয়াবহ দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন।’

শায়খ আহমাদুল্লাহর এই মানবিক বার্তায় হাজারো মানুষ কমেন্ট ও শেয়ার করে একাত্মতা প্রকাশ করেছেন। অনেকে এই মর্মান্তিক ঘটনায় দোয়ার মাধ্যমে অংশগ্রহণ করার আহ্বানও জানিয়েছেন।

গতকাল রোববার গভীর রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চল একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। আল জাজিরার তথ্যমতে, পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনার ও নানগারহারে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৮০০ জন নিহত হয়েছেন।

এই ভয়াবহ দুর্যোগে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং জরুরি ত্রাণ ও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ সরবরাহ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমানে, ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জরুরি মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ