সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী ৫৭ ঘণ্টা নিখোঁজ থাকার পর তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলাম গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জমিয়তের এক বিবৃতিতে বলা হয়, একজন আলেম, সংগঠক ও সমাজসেবকের মরদেহ পাওয়া যেভাবে জাতিকে হতবাক করেছে, তা শুধু একটি হত্যাকাণ্ড নয়। এটি রাষ্ট্র ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতারও জ্বলন্ত প্রমাণ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বিবৃতিতে বলেন, এই নির্মম হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়; বরং এটি একটি পরিকল্পিত ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপতৎপরতার অংশ। যারা ইসলামি নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক রাজনীতিকে ভয় পায়, তারাই এমন কুকর্মে লিপ্ত হতে পারে।
তারা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর পক্ষ থেকে মাওলানা মুশতাক গাজীনগরীর হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত বিচার,প্রকৃত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও আলেম-উলামা ও ইসলামপন্থী নেতাকর্মীদের নিরাপত্তা দিতে রাষ্ট্র নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান।
শহীদ মাওলানার রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এমএইচ/