সুনামগঞ্জের বিশিষ্ট আলেম ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক গাজিনগরীর রহস্যজনক মৃত্যুতে গভীর শোক, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সঙ্গে এ ঘটনায় পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
টানা দুই দিনের বেশি সময় নিখোঁজ থাকার পর মাওলানা মুশতাক গাজিনগরীর মরদেহ উদ্ধার করা হয়, যা এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি করে। তিনি ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক জেলা সভাপতি। জীবদ্দশায় তিনি ইসলামী শিক্ষা, সংগঠন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় ছিলেন।
ছাত্র জমিয়তের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “মাওলানা মুশতাক গাজিনগরী একজন মুখলেস, নিরহংকার ও নিবেদিতপ্রাণ আলেম ছিলেন। তার কারো সঙ্গে প্রকাশ্য কোনো শত্রুতা না থাকা সত্ত্বেও এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা অত্যন্ত রহস্যজনক ও উদ্বেগজনক।”
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, “এমন একজন আলেমের নিখোঁজ হয়ে পরবর্তীতে মৃত অবস্থায় উদ্ধার হওয়া কোনোভাবেই স্বাভাবিক নয়। এটি নিছক দুর্ঘটনা না-ও হতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি—এই ঘটনায় অবিলম্বে কার্যকর, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। সত্য গোপন করে রাখার কোনো সুযোগ নেই।”
ছাত্র জমিয়ত আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবহেলা করা হলে শুধু পরিবার-পরিজন নয়, গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হবে। সংগঠনটি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মাওলানার আত্মার মাগফিরাত কামনা করে।
বিবৃতির শেষে ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে দোয়া করে বলা হয়:
আল্লাহ তায়ালা মাওলানা মুশতাক গাজিনগরীকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।
আরএইচ/