বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়ার মা ও নয়াটোলা এ.ইউ.এন কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শফি উদ্দিন ভুঁইয়া রহ.-এর স্ত্রী সাদেকা বেগম শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫:৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ৫ ছেলে, ৪ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ বাদ আসর মগবাজার-মধুবাগ নয়াটোলা কামিল মাদরাসা মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, মরহুমার সন্তানদের মধ্যে একজন ইসলামী যুব মজলিস সহ-সভাপতি ও অন্যজন জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মরহুমা সাদেকা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুমার জন্য মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃদ্বয় আরো বলেন, মরহুমা তাঁর সন্তান-সন্তুতিকে দ্বীনের পথে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। আল্লাহ তাঁর মেহনত কবুল করুন।

মরহুমা সাদেকা বেগমের ইন্তেকালে আরো শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী জোন পরিচালক অধ্যাপক আব্দুল জলিল, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক ও সাধারণ সম্পাদক আবুল হোসেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ