শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রখ্যাত আলেম, আল হাইয়্যাতুল উলয়ার নির্বাহী সদস্য এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন জামিয়া গহরপুর সিলেটের মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী। আল-হাইয়্যাতুল উলয়ার নির্বাহী সদস্য এবং বেফাকের এই সহসভাপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এক শোক বার্তায় মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী মরহুম নুরুল হুদা ফয়েজীর স্মৃতিচারণ করে বলেন, তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও বিচক্ষণ আলেম ছিলেন। বেফাক ও হাইয়্যায় তাঁর সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজের সুযোগ হয়েছে। তিনি আমাকে অত্যন্ত মহব্বত করতেন এবং আমিও তাঁকে খুব শ্রদ্ধা করতাম। তাঁর এই চলে যাওয়ার খবরে আমি ব্যথিত হয়েছি।  

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী মঙ্গলবার (১১ নভেম্বর) আসরের নামাজের আগে ঝালকাঠির রাজাপুরের গালুয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর নামাজে জানাজা আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ