শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


মানুষের অধিকার আদায়ের লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : মাওলানা জুবায়ের আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মানিকনগরের পিন্সিপাল মুফতি জুবায়ের আহমাদ।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।

শোক বিবৃতিতে তিনি বলেন, দেশবরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং এদেশের সাধারণ মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। মানুষের জীবন নশ্বর। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ আজ আমাদের মাঝে অত্যন্ত সুপরিচিত ও অভিজ্ঞ একজন নেত্রী পরপারের ডাক দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর সাহস, দেশপ্রেম এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

মুফতি জুবায়ের আহমাদ বলেন, একজন আলেম হিসেবে আমি মহান রাব্বুল আলামীনের দরবারে বিনম্র প্রার্থনা করি—আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাঁর জীবনের যাবতীয় ভুলত্রুটি ক্ষমা করে দেন। তাঁর নেক আমলগুলো কবুল করে তাঁকে মাগফিরাত দান করেন এবং পরকালীন জীবনে চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন।

সবশেষে তিনি শোক প্রকাশ করে বলেন, আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং অগণিত শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ তাঁদের এই কঠিন শোক কাটিয়ে উঠতে ‘সবরে জামিল’ বা ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। এক মাসের বেশি সময় ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার ভোর ৬টার দিকে তিনি  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ