ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বুধবার (৭ জানুয়ারি) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এক শোকবার্তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর নিকট মরহুমের মাগফিরাত কামনা করেন।
প্রসঙ্গত, বুধবার ভোরে ঢাবি’র কলা অনুষদ আয়োজিত শিক্ষকদের নিয়ে একাডেমিক রিট্রিট অনুষ্ঠানে সুন্দরবন সফরে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাস।
আরএইচ/