মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণভোট এবং জুলাই সনদের যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, তা নিজেরা বসে দ্রুত সমাধান করে সরকারকে জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বতী সরকার। সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের একথা জানান। 

আসিফ নজরুল বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তি যারা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রামে একসাথে ছিলেন, তাদের কাছে সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে সম্মিলিত পরামর্শ চায় সরকার। এখন কালক্ষেপণের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সম্মিলিত পরামর্শ দিতে না পারলে সরকার নিজের মতো ব্যবস্থা নেবে। 

আইন উপদেষ্টা বলেন, গণভোট কখন হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, জুলাই সনদের ভিন্নমত নিয়ে কী পদক্ষেপ নেয়া হবে, এসব নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে উপদেষ্টা পরিষদ মতামত ব্যক্ত করে। এমন অবস্থায় রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ পেলে সরকারের কাজ অনেক সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।  

লিখিত বক্তব্য শেষে অল্প কয়েকটি প্রশ্ন নেন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, রাজনৈতিক দলগুলোর একসঙ্গে বসার ব্যবস্থা বহুবার করে দিয়েছে সরকার। এবার আর তা করা হবে না। যেহেতু ফ্যাসিবাদবিরোধী দলগুলো একসঙ্গে বসে আগেও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, এবারও তারা তা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ