শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


‘খতমে নবুওয়াত বিরোধীরা কোনো ফেরকা নয়, তারা ইসলামের গণ্ডির বাহিরে‘


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক দামাত বারকাতুহুম বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঈমানী বিষয়কে কেন্দ্র করে আজ সবাই একত্রিত হয়েছেন। কিছু মানুষ এই বিষয়েও অস্পষ্টতা সৃষ্টি করার চেষ্টা করছে, কেউ কেউ নিজেই ধোঁকার মধ্যে পড়ে অন্যদের ধোঁকা দিচ্ছে।

তিনি বলেন, এটিকে কিছু লোক ‘মাজহাবের ইখতেলাফ’ হিসেবে উপস্থাপন করতে চায়— যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। “কাদিয়ানী তো মাজহাবের ভিন্নতা নয়; তারা ইসলামের গণ্ডির বাইরের একটি দল। অতএব এটাকে মাজহাব বা ফিরকার ইখতেলাফ বলা যাবে না। বিষয়টিতে স্পষ্ট থাকতে হবে।”

তিনি বলেন, দেশে অনেক অমুসলিম আছে এবং তারা তাদের পরিচয় নিয়ে বাস করছে, কিন্তু কাদিয়ানীরা এ দেশে থাকলেও মুসলিম পরিচয়ে থাকতে পারবে না। “প্রশাসন এ কথা বোঝে না— এমন নয়। তাদের করণীয় হলো ইসলামের পরিচয় রক্ষা করা এবং এ বিষয়ে নিজেদের ঈমানি অবস্থান সুস্পষ্ট করা।”

মুফতি মালেক আরও বলেন, “সাংবাদিকদের দায়িত্ব হলো কোনো ধোঁকার আশ্রয় না নেওয়া এবং ইসলামের সঠিক অবস্থান জনগণের সামনে তুলে ধরা।” পাশাপাশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঈমানি দায়িত্ব হিসেবে কাদিয়ানীদের পণ্য ও ব্যবসা বয়কট করা উচিত।”

তিনি আরও উল্লেখ করেন, আলেম-ওলামাদের এ বিষয়ে বসিরাতের (আলোচনা-সমালোচনা) মাধ্যমে, গবেষণাভিত্তিকভাবে স্পষ্ট বক্তব্য জাতির সামনে উপস্থাপন করতে হবে।

মহাসম্মেলনে তার বক্তব্য উপস্থিত জনতা ও আলেমদের মাঝে বিশেষ সাড়া তোলে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ