রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ নিয়ে অগ্রগতিকে স্বাগত জানাল ইসলামী আন্দোলন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৯ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি বিএনপির এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছরের পক্ষে ঐকমত্য : আলী রীয়াজ মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদাপ্রাপ্ত সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ স্থাপনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে একমত এবি পার্টি তিন শতাধিক প্রতিষ্ঠানে ইতমিনান পাবলিকেশন্সের বই ৭ দফা দাবিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের মানববন্ধন সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা

‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সনদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে কওমি আলেমদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখার সুযোগ করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

তিনি বলেন, দলমত নির্বিশেষে এদেশের আপামর তাওহীদি জনতার অন্তরে কওমি আলেমদের সম্মান আকাশচুম্বী। উলামায়ে কেরামদের এই বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন অসম্ভব। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বৈষম্য নিরসনে কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবীতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত সেমিনারে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, আজ থেকে দেড় হাজার বছর আগে হযরত মহানবী সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সুশিক্ষার মাধ্যমে জাহিলি অন্ধকার থেকে জাতিকে মুক্ত করে আল্লাহর জমিনে সুশাসন কায়েম করেছিলেন। বর্তমানেও দুর্নীতিমুক্ত দেশ গড়তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের প্রতিফলনের বিকল্প নেই। নবীজির উত্তরসূরি কওমি আলেমগন উত্তম চরিত্র গঠন, দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার ও আদর্শ নাগরিক গঠনে সমাজের সর্বস্তরে অনন্য অবদান রাখছেন।

তিনি কওমী আলেমদের মূল্যায়নে সরকারের কাছে নিম্নলিখিত প্রস্তাবাবলী পেশ করেন: 

১। নবগঠিত ৬ কমিশন সহ সরকারের প্রশাসনিক সকল বিভাগের সম্মানজনক স্থানে অভিজ্ঞ আলেমদেরকে অন্তর্ভুক্ত করুন।
২। স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কওমী আলেমদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানে শিক্ষক এবং দায়ী হিসেবে হিসাবে নিয়োগ প্রদান করুন।
৩। জাতীয় মসজিদ ও  মডেল মসজিদসহ সরকারি সকল মসজিদে কওমি আলেমদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ইমাম ও খতিব নিয়োগ দিন।
৪। মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত কওমি মোয়াল্লিমদেরকে নিয়োগ প্রদান করুন। 
৫। সরকারি কাজী নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে কওমি আলেমদেরকে অগ্রাধিকার প্রদান করুন।
৬। সমাজ সংস্কারে নাগরিক কমিটিতে যোগ্য আলেমদেরকে অন্তর্ভুক্তি করুন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ