শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা জরুরি: মুফতি সৈয়দ রেজাউল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

পীর সাহেব চরমোনাই বলেন, এই শীতে অল্প উপার্জনকারী, গরীব-অসহায় মানুষ প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে। শীতে তাদের কষ্ট লাগবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও দেশের সামর্থ্যবানদের অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা জরুরি।

তিনি বলেন, দেশের নিম্ন আয় ও ফুটপাথের মানুষসহ সারাদেশের অসহায় মানুষ শীতের কষ্টে দিশাহারা। বিশেষ করে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে।

 পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি উপরোক্ত আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মনির হোসেন, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির ও কেন্দ্রীয় সদস্য মুফতি মোস্তফা কামাল প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, রাজধানীসহ নগরীতে বসবাসরত মানুষ অভাবের কারণে শীতের মধ্যেও খোলা আকাশের নিচে বসবাস করছেন। এ অবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও অসহায় মানুষের পাশে সাধ্যানুযায়ী দাঁড়ানোর চেষ্টা করে আসছে, ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলে মানুষকে খোলা আকাশের নিচে তীব্র ঠাণ্ডা, বৃষ্টি, ঝড়-তুফানে এভাবে কষ্টে দিনাতিপাত করতে হতো না। কিন্তু এখন এই তীব্র শীতের মধ্যেও বহু মানুষ স্টেশনে, রাস্তাঘাটে খোলা আকাশের নিচে রাত যাপন করছে। সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় শীতবস্ত্র নিয়ে এসব শীতার্ত মানুষের সাহায্যে সকলকে এগিয়ে আসতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ