শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

‘একই দিনে রোজা ও ঈদ পালনের উপায় খোঁজার আহ্বান অযৌক্তিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক একই দিনে রোজা ও ঈদ পালনের উপায় খোঁজার আহ্বান করাকে অযোক্তিক বলে মন্তব্য করে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উচিত বিধিবিধান সুনির্দিষ্ট হয়ে আছে এমন ধর্মীয় বিষয়াদিতে নতুন করে অনর্থক ও অযোক্তিক বিতর্ক সৃষ্টি করা থেকে বিরত থাকা। অন্যথায় দেশের মানুষ বিভ্রান্ত হবে এবং তার দলের ভাবমর্যাদাও ক্ষুণ্ন হবে।

আজ সোমবার (০৩ মার্চ ২০২৫) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

বিবৃতিতে তিনি বলেন, সারাবিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন করা প্রথমত ভৌগলিক কারণেই অসম্ভব। এক্ষেত্রে খ্রিস্টানদের বড়দিনের উপমা দেওয়াটাও এক ধরনের অজ্ঞতা। কারণ, বড়দিন পালিত হয় সৌর বৎসর অনুযায়ী আর রোজা ও ঈদ পালিত চন্দ্রমাস অনুযায়ী।  ভৌগলিক কারণে পৃথিবীর সব জায়গায় একই দিনে চাঁদ দৃশ্যমান হয় না। এটা বিজ্ঞানের উন্নতির আগেও যেমন সত্য ছিল, বিজ্ঞানের উন্নতির যুগেও তার ব্যত্যয় ঘটার সুযোগ নেই। বিজ্ঞান তো এতটা সক্ষমতা লাভ করেনি যে, একই দিনে একই সময়ে পৃথিবীর সব জায়গায় চাঁদের উদয় ঘটিয়ে দিবে। দ্বিতীয়ত ইসলামী শরীয়তের বিধিবিধানের দ্বিতীয় উৎস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস, সাহাবায়ে কেরামের আমল এবং যুগ যুগ ধরে উলামায়ে কেরামের অনুসৃত পন্থারও বিপরীত চিন্তাভাবনা এটি।

খেলাফত মহাসচিব বলেন, হাদীসের নববীর ভাষ্য অনুসারে চাঁদ দেখে রোজা রাখা ও ঈদ পালন করাই ইসলামের বিধান। যে এলাকায় বা দেশে চাঁদ দেখা যাবে সেই এলাকার মুসলমানদের উপর রোজা ও ঈদ পালন করা আবশ্যক হবে। নতুন করে একই দিনে পালন করার উপায় খোঁজার চেষ্টা কুরআন-সুন্নাহর বিরুদ্ধাচারণ ছাড়া আর কিছুই নয়।

হাবিবুল্লাহ মিয়াজী বলেন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কয়েকজন ইদানীং কিছু অসংলগ্ন কথাবার্তা বলছেন। যদিও কিছু কিছু ক্ষেত্রে তারা দু:খ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। যেমন ওজু করে নেতার নাম নেওয়া, কুরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই, নেতার নামের সাথে জান্নাত পাওয়াকে সম্পৃক্ত করা ইত্যাদি। বিভিন্ন জায়গায় তাদের নেতারা আজান ও ওয়াজ মাহফিলে বাঁধা দিচ্ছেন এমন অভিযোগও আছে। ফলে জনমনে বিএনপির প্রতি অসন্তোষ প্রতিনিয়ত বাড়ছে। নতুন করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একই দিনে রোজা ও ঈদ পালনের আহবান তাতে আর গতি সঞ্চার করবে এতে কোন সন্দেহ নেই। তাই কল্যাণকামী হিসেবে বিএনপি নেতৃবৃন্দের প্রতি আমাদের আহবান থাকবে তারা যেন ধর্মীয় বিষয়াদিতে অনর্থক বিতর্ক সৃষ্টিকারী কোন বক্তব্য না রাখেন এবং তাদের কিছু নেতাকর্মীর উচ্ছৃঙ্খল আচরণের লাগাম টানার ব্যবস্থা গ্রহণ করেন। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ