রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ইবনে শাইখুল হাদিস ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা পরস্পরের জীবনসঙ্গী হিসেবে সফলতার মন্ত্র ফখরুলের ‘দক্ষিণপন্থীদের উত্থান’ মন্তব্যে কড়া সমালোচনা ইসলামী আন্দোলনের মহাসচিবের পি আর পদ্ধতিতেই জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে: পীর সাহেব চরমোনাই  প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের কাগজপত্র বিতরণ শুরু বাসচাপায় মাদরাসা ছাত্রী নিহত, সড়ক অবরোধ একা পারছি না, বিভিন্ন পর্যায়ে আলেমদের অংশগ্রহণ জরুরি: ধর্ম উপদেষ্টা জুলাই সনদে মাদরাসা ছাত্রদের স্বীকৃতিও দিতে হবে: গাজী আতাউর রহমান

গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা ও অংশগ্রহণের আহ্বান বেফাকের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহি নীর চলমান গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা এবং এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ । 

রোববার (৬ এপ্রিল) রাতে বেফাকের সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান, সিনিয়র সহসভাপতি আল্লামা সাজিদুর রহমান ও মহাসচিব আল্লামা মাহফুজুল হক এক বিবৃতিতে এই আহ্বান জানান। 

বিবৃতিতে বেফাক নেতৃবৃন্দ আগামীকাল সোমবার সারা বিশ্বের মুসলমানদের বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। বাংলাদেশের সর্বস্তরের মুসলমানকে এর সঙ্গে একাত্মতা প্রকাশ এবং অংশগ্রহণের আহ্বান জানান। 

বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রেরিত  বিবৃতিতে তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনী যে বর্বরতা চালাচ্ছে তা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে। বিশ্ব বিবেক যেন গণহত্যাকারী জায়োনিস্ট ইসরায়েলের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় অব্যাহতভাবে ফিলিস্তিনের মজলুম জনগণের ওপর বছরের পর বছর দখলবাজি ও বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া অবৈধ রাষ্ট্রটি।
 
বেফাক নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণকে সর্বোচ্চ প্রতিবাদ জানাতে আহ্বান জানান। তারা গোটা মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার ডাক দেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ