রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ইবনে শাইখুল হাদিস ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা পরস্পরের জীবনসঙ্গী হিসেবে সফলতার মন্ত্র ফখরুলের ‘দক্ষিণপন্থীদের উত্থান’ মন্তব্যে কড়া সমালোচনা ইসলামী আন্দোলনের মহাসচিবের পি আর পদ্ধতিতেই জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে: পীর সাহেব চরমোনাই  প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের কাগজপত্র বিতরণ শুরু বাসচাপায় মাদরাসা ছাত্রী নিহত, সড়ক অবরোধ একা পারছি না, বিভিন্ন পর্যায়ে আলেমদের অংশগ্রহণ জরুরি: ধর্ম উপদেষ্টা জুলাই সনদে মাদরাসা ছাত্রদের স্বীকৃতিও দিতে হবে: গাজী আতাউর রহমান

মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য, স্বল্পকালীন মুহতামিম, খাদিমুল কুরআন ও মসজিদ হজরত মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী। তাঁর এই চলে যাওয়া মুসলিম উম্মাহর জন্য বিশাল ক্ষতি বলেও মন্তব্য করেন দেওবন্দের মুহতামিম।  

দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল শোক বার্তায় বলা হয়- ৫ যুলক্বদা ১৪৪৬ হিজরি, রোববার, ৪ এপ্রিল ২০২৫ ঈসায়ি তারিখে দুঃখজনকভাবে খবর পাওয়া গেছে যে, জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলুম, একলকোয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং দারুল উলুম দেওবন্দের শূরা পরিষদের সম্মানিত সদস্য হজরত মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী (রহ.) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকাল মুসলিম উম্মাহর জন্য এক বিশাল ক্ষতি।

দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী শোকবার্তায় মাওলানা সাহেবের সুযোগ্য পুত্রদ্বয় — মাওলানা মোহাম্মদ হুযাইফা ওস্তানভী, মাওলানা মোহাম্মদ আওয়াইস ওস্তানভী এবং অন্যান্য পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও দোআ পেশ করেছেন।

আবুল কাসেম নোমানী বলেন, হজরত বুস্তানবী রহ. ছিলেন এক আল্লাহভীরু আলেম, দরদময় অভিভাবক, রাসুলের প্রেমে মগ্ন এবং দীনের খেদমতে সদা সচেষ্ট এক অনন্য ব্যাক্তিত্ব। বিশেষ করে মকতব প্রতিষ্ঠা, কুরআনের শিক্ষার প্রসার এবং মসজিদ নির্মাণ ও সংরক্ষণে তাঁর অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ ভবিষ্যতেও স্মরণীয় থাকবে। তিনি হজরত মাওলানা হাফেজ সিদ্দীক আহমদ বান্দভী (রহ.) এর কাছ থেকে রুহানিয়াত ও খেলাফত লাভ করেন এবং তাঁর মধ্যে এক বিশেষ আধ্যাত্মিক প্রভাব পরিলক্ষিত হতো।

শোক বার্তায় বলা হয়, দারুল উলুম দেওবন্দে তাঁর মাগফেরাত ও মর্তবা উঁচু হওয়ার জন্য ইসালে সওয়াব ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে মুফতি মুহাম্মদ রাশিদ আজমী (নায়েবে মুহতামিম) এবং মাওলানা মোহাম্মদ মুযাম্মিল বদায়ূনী (উস্তাজ) একলকোয়া সফরে যাচ্ছেন শোক-সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানানোর জন্য।

আমরা আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন হজরত মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী রহ.-এর দ্বীনি খেদমতগুলো কবুল করে নেন, তাঁর মর্যাদা বৃদ্ধি করেন, পরিবার-পরিজনকে সবর ও সান্ত্বনা দান করেন এবং তাঁর প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠানসমূহ কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখেন।
আমিন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ