শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

ইসলামপন্থীদের বিরুদ্ধে নিউজ নিয়ে মিকদাদ স্টাইলের পোস্টমর্টেম রিপোর্ট দরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মনযূরুল হক

মিকদাদ ভার্সির কথা মনে আছে? অনেক কয় বছর আগে তাকে নিয়ে লিখেছিলাম। পরে সেই লেখায় অনুপ্রাণিত হয়ে রোর বাংলায় তাকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপা হয়েছিল। তিনি ইউরোপজুড়ে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ যাচাই করেন এবং ভুল সংবাদ থাকলে প্রতিবাদ করে বিশ্বখ্যাত মিডিয়াগুলোকে বাধ্য করেন সংশোধনী আনতে।

এবার তিনি একটা তাক লাগানো কাজ করেছেন। বিস্তারিত বলব না, আপনারা পড়ে নিয়েন। সংক্ষেপে, ২০২৩-২৪ সালে বিবিসিতে ফিলিস্তিন বিষয়ে যে-সকল সংবাদ ছাপা হয়েছে, তার পোস্টমর্টেম করেছেন। আন্তর্জাতিক আইন, ব্যক্তিত্ব, ইভেন বিবিসিতে গত বছর কাজ করেছেন, এমন সাংবাদিকদের নিয়ে ১৮৮ পৃষ্ঠার রিপোর্টটা আমার কাছে মনে হলো ইতিহাসের এক বিস্ময়কর দলিল হয়ে থাকবে।

নামই দিয়েছেন, ‘বিবিসি অন গাজা-ইসরায়েল: ওয়ান স্টোরি ডবল স্ট্যান্ডার্ড‘। ফিলিস্তিন নিয়ে যারা ভাবছেন, তাদের অবশ্যপাঠ্য। মাথা পরিষ্কার হবে। বাংলাদেশে এই মানের কাজ কি আছে? ২০২১ সালে ‘Who Owns the Media in Bangladesh?‘ বা বাংলাদেশে মিডিয়ার মালিক কারা শিরোনামে একটা ভালো কাজ হয়েছিল সিজিএস থেকে। কিন্তু সেটা খুব একটা প্রচার পায় নাই।

আমি যেটা বলতে চাই, তা হলো, বাংলাদেশে মসজিদ-মাদরাসা এবং ইসলামপন্থীদের নিয়ে মিডিয়ায় যেসব নিউজ গত এক দশকে ছাপা হয়েছে, তার এমন মিকদাদ স্টাইলের পোস্টমর্টেম রিপোর্ট করা দরকার। একটা একটা টপিক নিয়ে হতে পারে। ধরেন, মাদরাসায় বলাৎকার বিষয়ক প্রতিবেদন নিয়ে হতে পারে। অথবা কেবল শাপলার ঘটনা নিয়ে হতে পারে। অথবা ইসলামি রাজনীতি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে হতে পারে।

কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা কে বাঁধবে? ফান্ড কে দেবে? সৌদি তো দেশে দেশে মসজিদ করার টাকা দেয়, তারা কি দেবে? ভাবছি, অমুসলিম ইউরোপে বসে তাদের গর্বের মিডিয়ার বিরুদ্ধে রিপোর্ট করার কাজ মুসলিমরা করতে পারছে, যা আমরা মুসলিম দেশে ভাবতেও পারি না।

লেখক: আলেম সাংবাদিক ও বিশ্লেষক

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ