শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

‘জুলাই কারো বাপের না’: নাফসিন মেহেনাজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

‘জুলাই বিপ্লব’-এর একজন সক্রিয় অংশগ্রহণকারী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফসিন মেহেনাজ আজিরিন সম্প্রতি মন্তব্য করেছেন যে, "জুলাই কোনও রাজনৈতিক দলের মালিকানা নয়"। তিনি জানান, জুলাই বাংলাদেশের জনগণের অভ্যুত্থান, এবং তাই কোনো রাজনৈতিক দল এককভাবে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার অধিকার রাখে না।

ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওবার্তায় নাফসিন বলেন, “১৮ জুলাই যে ঘটনাগুলো ঘটেছিল, তা কখনোই ভুলে যাওয়ার মতো নয়।” তিনি আরও বলেন, সাধারণ মানুষকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সেই আন্দোলনেই তিনি অংশ নিয়েছিলেন, যারা নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। "আমরা জানতাম—একটা আঘাতের বদলে কয়েকটা ফিরিয়ে দিতে হবে," মন্তব্য করেন তিনি।

নাফসিন তাঁর বক্তব্যে প্রশ্ন তোলেন, "এই অভ্যুত্থানে কাদের ত্যাগ উপেক্ষা করছেন আপনারা?" তিনি দাবি করেন যে, শহীদ, আহত, ছাত্র, কর্মী, সাংবাদিক এবং এমনকি সেনাবাহিনীর কর্মকর্তারাও এই আন্দোলনে অংশ নিয়েছিলেন। “যদি কোনো দল এককভাবে ঘোষণাপত্র পাঠ করতে চায়, তারা ওইসব নিঃস্বার্থ মানুষের অবমূল্যায়ন করছে," বলেন নাফসিন।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "জুলাই আন্দোলন দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে পড়েছিল। সেই জাতীয় আন্দোলনকে এককভাবে দখল করার সাহস আপনাদের কে দিয়েছে?" তিনি আরও যোগ করেন, "ঘোষণাপত্র এককভাবে পাঠ করা মানে জনআন্দোলনের চেতনাকে অপমান করা।”

নাফসিন বলেন, "জুলাই ঘোষণাপত্র সরকার বা রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়া উচিত, যাতে তা দেশের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করে এবং সংবিধানসম্মত হয়।"

তিনি শেষে রাজনৈতিক উদ্দেশ্যে "জুলাই চেতনা" ব্যবহার না করার আহ্বান জানান। তাঁর মতে, "যদি জুলাইকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করা হয়, তবে সেটি আন্দোলনের মূল চেতনার প্রতি অবিচার হবে এবং মানুষ মনে করবে এই ঐতিহাসিক ঘটনাটি প্রশ্নবিদ্ধ হয়েছে।"

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ