শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প

লক্ষ্যহীন জীবন ব্যর্থতার সোপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মুফতি তারেকুজ্জামান||

বর্তমানে লক্ষ্যহীন জীবনযাপনের পরিমাণ অনেক বেড়ে গেছে। বস্তুবাদী দর্শনের প্রভাবে মানুষ এখন ভোগবিলাসিতার দিকেই অধিক ঝুঁকছে। ফলে জীবনের কোনো বিশেষ লক্ষ্য না রেখে অপ্রয়োজনীয় বিষয়ে প্রচুর সময় নষ্ট করছে। ইউটিউব-ফেসবুকের অর্থহীন শর্টস ও রিলস দেখে সময় পার করছে। এভাবে ক্রমশ জীবনের উদ্দেশ্য সম্পর্কে গাফিল এক প্রজন্ম গড়ে ওঠছে।

বিশেষত কিশোরশ্রেণি, যুবসম্প্রদায় ও ছাত্রসমাজের অবস্থা বেশি ভয়াবহ। ছাত্ররা পড়াশোনায় যেমন দুর্বল, তেমনই জীবনের লক্ষ্য-উদ্দেশ্যের ব্যাপারে প্রচণ্ড রকমের গাফিল। ফলে বছর তো পার হচ্ছে, কিন্তু অর্জন ও যোগ্যতার ঝুলি শূন্যপ্রায়। অন্যান্য অঙ্গনের অবস্থাও বেশি সুবিধার নয়। সর্বত্রই বিশৃঙ্খলা বিরাজমান।

আজকের যুগে সফলতা অর্জন করতে হলে নফসকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বর্তমানে গুনাহের আসবাব ও সময় নষ্ট করার উপকরণ এত বেশি যে, জীবনের লক্ষ্য-উদ্দেশ্যের ব্যাপারে সচেতন মানুষের পক্ষেও এসব থেকে বেঁচে থাকাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই লক্ষ্যপানে পথ চলতে গিয়ে নানা বাধা ও প্রলোভন আসবে, কিন্তু সেদিকে ফিরেও তাকানো যাবে না। আপনার অভীষ্ট লক্ষ্য ঠিক করে ডানেবামে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন।

মানুষ হাজারো সমালোচনা করুক, আপনি জাস্ট নীরব থাকুন এবং নিবিষ্টমনে চলতে থাকুন। নিশ্চিন্ত থাকুন, দিন শেষে সমালোচকরা ব্যর্থ হবে এবং বিজয়ের শেষ হাসি আপনিই হাসবেন ইনশাআল্লাহ।

বস্তুত যদি জীবনে সফলতা চান তাহলে আপনাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। নির্দিষ্ট টার্গেটের দিকে আপনাকে নিরন্তর এগিয়ে যেতে হবে। ডান-বাম না দেখে সোজা পথে চলতে হবে। মানুষ নানা কথা বলবে, সমালোচনা করবে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করা যাবে না। আপনি সফলতার দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন কিছু মানুষ হিংসা করছে, কিছু লোক আপনার ক্ষতি করার চেষ্টা করছে অথবা আপনার সমালোচনায় পিছনে লেগেছে। আপনি যদি এগুলোর প্রতি মনোযোগী হন কিংবা এসব বিষয়ে চিন্তা করে সময় নষ্ট করেন তাহলে আপনার সফলতা এখানেই থেমে যাবে। সফলতার চূড়া দেখতে পেয়েও আপনি সেখানে পৌঁছুতে ব্যর্থ হবেন। আল্লাহ আমাদের রক্ষা করুন।

লেখক: চিন্তক আলেম ও গ্রন্থ প্রণেতা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ